পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জের শাল্টি সমসদীঘি উচ্চবিদ্যালয়ে এজিএসপির (লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) বরাদ্দ দেওয়া প্রায় ৪ লাখ টাকার কাজ না করেই সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ওই ঘটনায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য ও প্রকল্পটির সম্পাদক ইউএনওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থবছরে এলজিএসপি-৩-এর আওতায় উপজেলার চৈত্রকোল ইউনিয়নের শাল্টি সমসদীঘি উচ্চবিদ্যালয়ের শিক্ষক কক্ষ ও টয়লেট নির্মাণের জন্য ৩ লাখ ৬৪ হাজার ৪৯২ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি সম্পন্ন করতে ইউনিয়নের ইউপি সদস্যা কোহিনুর বেগমকে প্রকল্প সভাপতি এবং মোফাজ্জল হোসেনকে সম্পাদক করা হয়। কিন্তু বিদ্যালয়টিতে কোনো কাজ না করেই পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়া বলেন, `সে সময় বিদ্যালয়ের কাজের জন্য আমাকে ৫০ হাজার টাকা আর ২০ বস্তা সিমেন্ট দিয়েছিল।'
টাকা আর সিমেন্ট কে দিয়েছে সে বিষয়ে জিজ্ঞাসা করলে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
এলজিএসপির প্রকল্পটির ব্যাপারে ইউএনওর কাছে অভিযোগকারী বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হুমায়ূন কবির, আয়নাল হক ও রাজিয়া সুলতানা বলেন, `আমরা বিষয়টির সঠিক তদন্ত চাই।'
প্রকল্প কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, `আমরা কাজটির ব্যাপারে কিছুই জানি না। কে বা কারা আমাদের প্রকল্প কমিটির সদস্য করে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে, সে সম্পর্কে জানা নেই।'
ইউএনও বিরোদা রানী রায় বলেন, `অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

পীরগঞ্জের শাল্টি সমসদীঘি উচ্চবিদ্যালয়ে এজিএসপির (লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) বরাদ্দ দেওয়া প্রায় ৪ লাখ টাকার কাজ না করেই সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ওই ঘটনায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য ও প্রকল্পটির সম্পাদক ইউএনওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থবছরে এলজিএসপি-৩-এর আওতায় উপজেলার চৈত্রকোল ইউনিয়নের শাল্টি সমসদীঘি উচ্চবিদ্যালয়ের শিক্ষক কক্ষ ও টয়লেট নির্মাণের জন্য ৩ লাখ ৬৪ হাজার ৪৯২ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি সম্পন্ন করতে ইউনিয়নের ইউপি সদস্যা কোহিনুর বেগমকে প্রকল্প সভাপতি এবং মোফাজ্জল হোসেনকে সম্পাদক করা হয়। কিন্তু বিদ্যালয়টিতে কোনো কাজ না করেই পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়া বলেন, `সে সময় বিদ্যালয়ের কাজের জন্য আমাকে ৫০ হাজার টাকা আর ২০ বস্তা সিমেন্ট দিয়েছিল।'
টাকা আর সিমেন্ট কে দিয়েছে সে বিষয়ে জিজ্ঞাসা করলে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
এলজিএসপির প্রকল্পটির ব্যাপারে ইউএনওর কাছে অভিযোগকারী বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হুমায়ূন কবির, আয়নাল হক ও রাজিয়া সুলতানা বলেন, `আমরা বিষয়টির সঠিক তদন্ত চাই।'
প্রকল্প কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, `আমরা কাজটির ব্যাপারে কিছুই জানি না। কে বা কারা আমাদের প্রকল্প কমিটির সদস্য করে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে, সে সম্পর্কে জানা নেই।'
ইউএনও বিরোদা রানী রায় বলেন, `অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে