বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ব্রয়লার ও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়, আর আজ সেই ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকা করে। সোনালি জাতের বিক্রি হচ্ছে ৩১৫ টাকা কেজি দরে। এদিকে দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৪০-৪৫০ টাকা করে। মুরগির দাম আবারও বাড়বে।
আজ শনিবার দুপুরে মুরগি বিক্রেতারা আরমান আলী আজকের পত্রিকাকে জানান, খামারিদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই তাঁরা বেশি দামে বিক্রি করছেন। এদিকে খামারিদের দাবি, মুরগির খাদ্যের দাম বেড়ে গেছে। সে জন্য মুরগিরও দাম বেড়েছে।
বাজারের ব্রয়লার মুরগি বিক্রেতা খোকন মিয়া বলেন, ‘১৬৫ টাকা কেজি দরে কিনে ১৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
সোনালি জাতের মুরগি বিক্রেতা কুরবান আলী বলেন, ‘খামারিরা আমাকে বলেছেন, ‘‘মুরগির খাদ্যের দাম বেড়ে গেছে।’’ তাই মুরগির দাম বেড়েছে। খামারিদের কাছ থেকে প্রতি কেজি সোনালি জাতের মুরগি ৩০০ টাকা কেজি দরে কিনে ৩১৫ টাকা কেজি দরে বিক্রি করি।’
কুরবান আলী আরও বলেন, ‘আমরা যারা খুচরা মুরগি বিক্রেতা, তারা বেশি লাভ করি না। কেজিতে ১০ থেকে ১৫ টাকা লাভ রেখে বিক্রি করি।’
মুরগি খামারি শাহিন বলেন, ‘মুরগির খাদ্যের বস্তাপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে। যেহেতু খাদ্য খাওয়ার ওপরই মুরগির ওজন নির্ভর করে। খাদ্যের দাম বাড়লে মুরগির দামও বাড়বে—এটাই স্বাভাবিক। এখানে আমাদের করার কিছুই নেই।’
শাহিন আরও বলেন, ‘এর আগে ব্রয়লার মুরগির খাদ্য নারিশ কোম্পানির ফিড প্রতি বস্তা (৫০ কেজি) ২ হাজার ৫০০ টাকা দরে কিনেছি। এখন কিনতে হচ্ছে প্রতি বস্তা (৫০) ৩ হাজার ৪০০ টাকা দরে। আর সোনালি জাতের মুরগির খাদ্য পদ্মা কোম্পানির ফিড ২ হাজার ২০০ টাকার স্থলে কিনতে হচ্ছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে।’
স্থানীয় ফিড বিক্রেতা ওয়াহেদুল হক সরকার বলেন, ‘আমরা কমিশনে মুরগির খাদ্য বিক্রি করি। কোম্পানি যে মূল্য নির্ধারণ করে দেয়। আমরা সেই মূল্যে বিক্রি করি।’
নতুন বাজারে মুরগি কিনতে আসা মনির হোসেন বলেন, ‘আমরা স্বল্প আয়ের মানুষ এভাবে। মুরগির দাম বাড়তে থাকলে আমাদের আর হয়তো কি না হবে না।’
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন উপজেলায় ভোক্তাদের জন্য বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের কাজ করে যাচ্ছি। কোথাও বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করছে। ভোক্তা যাতে না ঠকে সে জন্য বিরামপুরের বাজারের মাছ, মাংস বা মুরগির বাজার মনিটরিং করব।’
মমতাজ বেগম আরও বলেন, ‘এ বিষয়ে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আমরা যৌথভাবে কাজ করছি। কোনো অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হবে।’
এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্রের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

দিনাজপুরের বিরামপুরে ব্রয়লার ও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়, আর আজ সেই ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকা করে। সোনালি জাতের বিক্রি হচ্ছে ৩১৫ টাকা কেজি দরে। এদিকে দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৪০-৪৫০ টাকা করে। মুরগির দাম আবারও বাড়বে।
আজ শনিবার দুপুরে মুরগি বিক্রেতারা আরমান আলী আজকের পত্রিকাকে জানান, খামারিদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই তাঁরা বেশি দামে বিক্রি করছেন। এদিকে খামারিদের দাবি, মুরগির খাদ্যের দাম বেড়ে গেছে। সে জন্য মুরগিরও দাম বেড়েছে।
বাজারের ব্রয়লার মুরগি বিক্রেতা খোকন মিয়া বলেন, ‘১৬৫ টাকা কেজি দরে কিনে ১৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
সোনালি জাতের মুরগি বিক্রেতা কুরবান আলী বলেন, ‘খামারিরা আমাকে বলেছেন, ‘‘মুরগির খাদ্যের দাম বেড়ে গেছে।’’ তাই মুরগির দাম বেড়েছে। খামারিদের কাছ থেকে প্রতি কেজি সোনালি জাতের মুরগি ৩০০ টাকা কেজি দরে কিনে ৩১৫ টাকা কেজি দরে বিক্রি করি।’
কুরবান আলী আরও বলেন, ‘আমরা যারা খুচরা মুরগি বিক্রেতা, তারা বেশি লাভ করি না। কেজিতে ১০ থেকে ১৫ টাকা লাভ রেখে বিক্রি করি।’
মুরগি খামারি শাহিন বলেন, ‘মুরগির খাদ্যের বস্তাপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে। যেহেতু খাদ্য খাওয়ার ওপরই মুরগির ওজন নির্ভর করে। খাদ্যের দাম বাড়লে মুরগির দামও বাড়বে—এটাই স্বাভাবিক। এখানে আমাদের করার কিছুই নেই।’
শাহিন আরও বলেন, ‘এর আগে ব্রয়লার মুরগির খাদ্য নারিশ কোম্পানির ফিড প্রতি বস্তা (৫০ কেজি) ২ হাজার ৫০০ টাকা দরে কিনেছি। এখন কিনতে হচ্ছে প্রতি বস্তা (৫০) ৩ হাজার ৪০০ টাকা দরে। আর সোনালি জাতের মুরগির খাদ্য পদ্মা কোম্পানির ফিড ২ হাজার ২০০ টাকার স্থলে কিনতে হচ্ছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে।’
স্থানীয় ফিড বিক্রেতা ওয়াহেদুল হক সরকার বলেন, ‘আমরা কমিশনে মুরগির খাদ্য বিক্রি করি। কোম্পানি যে মূল্য নির্ধারণ করে দেয়। আমরা সেই মূল্যে বিক্রি করি।’
নতুন বাজারে মুরগি কিনতে আসা মনির হোসেন বলেন, ‘আমরা স্বল্প আয়ের মানুষ এভাবে। মুরগির দাম বাড়তে থাকলে আমাদের আর হয়তো কি না হবে না।’
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন উপজেলায় ভোক্তাদের জন্য বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের কাজ করে যাচ্ছি। কোথাও বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করছে। ভোক্তা যাতে না ঠকে সে জন্য বিরামপুরের বাজারের মাছ, মাংস বা মুরগির বাজার মনিটরিং করব।’
মমতাজ বেগম আরও বলেন, ‘এ বিষয়ে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আমরা যৌথভাবে কাজ করছি। কোনো অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হবে।’
এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্রের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩২ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে