রংপুর প্রতিনিধি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শুক্রবার সকালে রংপুর প্রধান মহানগর আদালত-৩ তোলা হলে আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।
সকাল ৯টায় মহানগর কোতোয়ালি থানা থেকে তাঁকে কড়া প্রহরায় আদালতে নিয়ে আসা হয়। শুনানিতে এ মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার। উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার আদালতকে বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ ঘটনায় জড়িত ছিলেন না। তাঁর বাড়ি লালমনিরহাটে, কিন্তু হত্যার ঘটনাটি ঘটেছে রংপুরে। শুধু রাজনৈতিক কারণে তাঁকে এ মামলার আসামি করা হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন নুরুজ্জামান আহমেদের ভাগনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১১টায় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক যুবক দৌড়ে গিয়ে কিল-ঘুষি মারেন। তা ছাড়া এ সময় তাঁকে ডিম ছুড়ে মারে ছাত্র-জনতা। তাঁকে হাতকড়া না পরানোয় ক্ষোভ দেখিয়ে পুলিশের গাড়ি আটকে দেন উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে চাপের মুখে পুলিশ তাঁকে হাতকড়া পরায়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এক নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে একাধিক হত্যা মামলা রয়েছে। সাবেক মন্ত্রীকে চেকআপের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়। আজ শুক্রবার রিমান্ড আবেদনের জন্য আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আ. লীগ সরকারে পটপরিবর্তনের পর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। নুরুজ্জামান লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শুক্রবার সকালে রংপুর প্রধান মহানগর আদালত-৩ তোলা হলে আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।
সকাল ৯টায় মহানগর কোতোয়ালি থানা থেকে তাঁকে কড়া প্রহরায় আদালতে নিয়ে আসা হয়। শুনানিতে এ মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার। উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার আদালতকে বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ ঘটনায় জড়িত ছিলেন না। তাঁর বাড়ি লালমনিরহাটে, কিন্তু হত্যার ঘটনাটি ঘটেছে রংপুরে। শুধু রাজনৈতিক কারণে তাঁকে এ মামলার আসামি করা হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন নুরুজ্জামান আহমেদের ভাগনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১১টায় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক যুবক দৌড়ে গিয়ে কিল-ঘুষি মারেন। তা ছাড়া এ সময় তাঁকে ডিম ছুড়ে মারে ছাত্র-জনতা। তাঁকে হাতকড়া না পরানোয় ক্ষোভ দেখিয়ে পুলিশের গাড়ি আটকে দেন উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে চাপের মুখে পুলিশ তাঁকে হাতকড়া পরায়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এক নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে একাধিক হত্যা মামলা রয়েছে। সাবেক মন্ত্রীকে চেকআপের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়। আজ শুক্রবার রিমান্ড আবেদনের জন্য আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আ. লীগ সরকারে পটপরিবর্তনের পর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। নুরুজ্জামান লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
২ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
৮ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
১৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৪২ মিনিট আগে