
রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলীর দোয়ালীপাড়া মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনার প্রত্যক্ষদর্শী এনতাজুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওগামী কুমিল্লা থেকে ছেড়ে আসা সাইমুন পরিবহনের যাত্রী ছিলেন। বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলা রাজাগাঁও গ্রামে। তাঁর দাবি, সাইমন পরিবহনটি একটি ট্রাককে ওভারটেক করতে হঠাৎ ডান দিকে চাপলে তৃপ্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় এনতাজুল ইসলাম সঙ্গে। তিনি জানান, তাঁরা চার-পাঁচজনের একটি দল ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাও এলাকা থেকে বেশ কিছুদিন আগে কুমিল্লায় ধান রোপণের কাজে যান। সেখানে কাজ শেষে সাইমুন পরিবহনে বাড়ি ফিরছিলেন। আজ মঙ্গলবার মহাসড়কের চিকলী দোয়ালীপাড়া মোড়ে পৌঁছালে হঠাৎ একটি ট্রাককে ওভারটেক করতে ডান দিকে চাপলে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এনজাতুলের সঙ্গী ইব্রাহিম মিয়া বলেন, ‘বাবা, কিছু বুঝার গোতে বিকট শব্দ হয়। মাথা ফাটি গেইছে। গাড়ি থাকি নামি দেখি হামার গাড়ি আরেকটা গাড়ির ভেতর ঢুকি আছে। যারা পেছনোত আছলো, তারা ভালো আছে। আল্লাহ রহমত আছলো বাঁচি গেছুন। মুই কুমিল্লা গেছনু ধান কাটির জন্য।’
ঘটনাস্থলের পাশে মহাসড়কের ধারে দোয়ালীপাড়া গ্রামের মুমিন মিয়ার চা-বিস্কুটের দোকান। তাঁর দোকান থেকে ১০ হাত দক্ষিণে দুর্ঘটনা ঘটে। মুমিন মিয়া বলেন, ‘দোকান খুলি চায়ে তাপ দিচ্ছিলাম। এমন সময় সাইমন পরিবহনের বাসটি রানিং অবস্থায় একটি ট্রাককে ওভার টেক করার জন্য ডানে চাপলে তৃপ্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আশপাশের লোকজন দৌড়ে গিয়ে গাড়িতে থাকা লোকজনদের উদ্ধার করি। পুলিশ, ইউএনও আর ফায়ার সার্ভিসোক খবর দেই।’
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা তৃপ্তি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে তারাগঞ্জের দোয়ালীপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন কালাম হোসেন (৪০)। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরের রানিপুর গ্রামে। আরেকজন মুসিলম মিয়া। তিনি একই জেলার পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াপাড়ার বাসিন্দা। দুজনেই তৃপ্তি পরিবহনের সহকারী ছিলেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা তৃপ্তি পরিবহনের সহকারী। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। অন্য জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, মরদেহ দাফনকাফনের জন্য সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারগুলোকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে