নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি কেন্দ্রে মায়ের পরিবর্তে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে সাক্ষরে মিল না পাওয়ায় মা-মেয়ের তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে ৩ জন এবং রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে দুজনকে এ সাজা দেন করেন কেন্দ্রের দায়িত্বরত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কেন্দ্র সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো ও স্বাক্ষর মিল না হওয়ার অপরাধ রয়েছে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে। পরে দণ্ডিতদের জেলা কারাগারে পাঠিয়েছে নীলফামারী সদর থানা-পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন—জেলার জলঢাকা উপজেলার শৌলমারী এলাকার রবিন মোস্তাফিজের মেয়ে আফিফা আফরোজ, একই ইউনিয়নের ওসমান গনির মেয়ে রনজিনা আকতার ও উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের আজিজুল খানের মেয়ে আদুরী খানম। এ ছাড়া নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট এলাকার হাবিবুর রহমানের স্ত্রী রাশেদা বেগম ও তাঁর মেয়ে সিমলা আক্তার। রাশেদা ও সিমলা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন দায়িত্ব পালন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, ‘সরকারি কলেজ কেন্দ্রে জলঢাকার তিন পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আফিফা আফরোজের ২ দিন এবং বাকি দুজনের ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডিতদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
অন্যদিকে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন বলেন, ‘রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে রাশেদা বেগম নামের এক পরীক্ষার্থীর জায়গায় পরীক্ষায় বসেছিলেন তাঁর মেয়ে সিমলা আক্তার। পরীক্ষার্থী রাশেদার স্বাক্ষর মিল না হওয়ায় মেয়ে সিমলা ও মা রাশেদাকে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নীলফামারীতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭৬টি পদের বিপরীতে দরখাস্ত আহ্বান করা হয়। ৫ হাজার ৩৮১ জন আবেদন করলেও শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ২ হাজার ১০১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে ১১টা ১০ মিনিটে শেষ হয়।’
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ আজকের পত্রিকাকে জানান, পরীক্ষা কেন্দ্র থেকে ভ্রাম্যমান আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত ৫ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি কেন্দ্রে মায়ের পরিবর্তে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে সাক্ষরে মিল না পাওয়ায় মা-মেয়ের তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে ৩ জন এবং রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে দুজনকে এ সাজা দেন করেন কেন্দ্রের দায়িত্বরত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কেন্দ্র সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো ও স্বাক্ষর মিল না হওয়ার অপরাধ রয়েছে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে। পরে দণ্ডিতদের জেলা কারাগারে পাঠিয়েছে নীলফামারী সদর থানা-পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন—জেলার জলঢাকা উপজেলার শৌলমারী এলাকার রবিন মোস্তাফিজের মেয়ে আফিফা আফরোজ, একই ইউনিয়নের ওসমান গনির মেয়ে রনজিনা আকতার ও উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের আজিজুল খানের মেয়ে আদুরী খানম। এ ছাড়া নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট এলাকার হাবিবুর রহমানের স্ত্রী রাশেদা বেগম ও তাঁর মেয়ে সিমলা আক্তার। রাশেদা ও সিমলা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন দায়িত্ব পালন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, ‘সরকারি কলেজ কেন্দ্রে জলঢাকার তিন পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আফিফা আফরোজের ২ দিন এবং বাকি দুজনের ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডিতদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
অন্যদিকে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন বলেন, ‘রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে রাশেদা বেগম নামের এক পরীক্ষার্থীর জায়গায় পরীক্ষায় বসেছিলেন তাঁর মেয়ে সিমলা আক্তার। পরীক্ষার্থী রাশেদার স্বাক্ষর মিল না হওয়ায় মেয়ে সিমলা ও মা রাশেদাকে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নীলফামারীতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭৬টি পদের বিপরীতে দরখাস্ত আহ্বান করা হয়। ৫ হাজার ৩৮১ জন আবেদন করলেও শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ২ হাজার ১০১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে ১১টা ১০ মিনিটে শেষ হয়।’
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ আজকের পত্রিকাকে জানান, পরীক্ষা কেন্দ্র থেকে ভ্রাম্যমান আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত ৫ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে