পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসবকালীন গাফিলতির অভিযোগ উঠেছে। এতে ঝর্ণা রাণী (৩০) নামের এক প্রসূতি মা মারা গেছেন। গত ১১ জুন সকালে রংপুর শহরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ঝর্ণা রাণী উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম নিরঞ্জন রায়। ১০ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের ৮ বছর বয়সী এক কন্যা সন্তান ছিল। ঝর্ণার মৃত্যুর তিন দিন আগে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন।
প্রসূতির পরিবারের অভিযোগ, সন্তান প্রসবের সময় জোংড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা চিনু বালা রায় ও আয়া রত্না রাণী চিকিৎসায় গাফিলতি করেন। যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দিয়ে অতিরিক্ত ইনজেকশন ও অপ্রয়োজনীয় ওষুধ দিয়ে প্রসব করানো হয়। এতে ঝর্ণা রাণী অতিরিক্ত রক্তক্ষরণ ও অনবরত বমিতে ভুগতে থাকেন। প্রায় সাত ঘণ্টা তাঁকে ওই অবস্থায় রেখে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে রংপুর নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বামী নিরঞ্জন রায় জানান, ঈদের পরদিন ৮ জুন দুপুরে প্রসব ব্যথা দেখা দিলে স্ত্রীকে বাড়ির পাশে জোংড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তিনি। সেখানে দায়িত্বে থাকা আয়া রত্না রাণী জানান, স্বাভাবিকভাবে সন্তান প্রসব হবে। পরে দুপুর ২টার দিকে পরিদর্শিকা চিনু বালা রায় এসে বিভিন্ন ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করেন। বিকেল ৫টার দিকে ঝর্ণা পুত্রসন্তানের জন্ম দেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘প্রসবের পরপরই ঝর্ণার বমি আর রক্তক্ষরণ শুরু হয়। এরপর প্রায় সাত ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁরা ছাড়তে রাজি হননি। শুধু ওষুধ আনতে বলেছেন বারবার। আমার দোকান ঠিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে, আমি অনেকবার অনুরোধ করেছি—যদি না পারেন, তবে ছেড়ে দিন। তাঁরা শোনেননি।’
নিরঞ্জন রায় বলেন, ‘রাত ১২টার দিকে তাঁরা জানায় রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা বলেন, অবস্থা সংকটাপন্ন, দ্রুত রংপুর নিতে হবে। রাত তিনটার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি। চিকিৎসকেরা জানান, প্রসব করাতে গিয়ে ভিতরের অংশ ছিঁড়ে গেছে। সেই কারণে রক্তক্ষরণ আর বমি বন্ধ করা যায়নি। ৭ ব্যাগ রক্ত দিয়েছি, কিছুই কাজে আসেনি। আমার দুইটি শিশু সন্তান মা হারা হলো। আমি এর বিচার চাই। যারা আমার স্ত্রীকে এই অবস্থায় ফেলেছে, তাদের শাস্তি হোক।’
এ বিষয়ে জানতে চাইলে আয়া রত্না রাণী বলেন, ‘ওই প্রসূতির অবস্থা ভালোই ছিল। বিকেলে স্বাভাবিকভাবে ছেলে সন্তান প্রসব করে। কিছুক্ষণ পর বমি শুরু হলে ওষুধ দিয়েছি।’ পরিদর্শিকা চিনু বালা রায় বলেন, ‘উপজেলার চিকিৎসকের সঙ্গে কথা বলেই ওষুধ ও ইনজেকশন দিয়েছি। কোনো জোরজবরদস্তি করা হয়নি, গাফিলতির প্রশ্নই ওঠে না।’
তবে বিষয়টি ভিন্নভাবে দেখছেন ঝর্ণার স্বজনেরা। তাঁদের অভিযোগ, সময়মতো উপযুক্ত চিকিৎসা দেওয়া হলে হয়তো ঝর্ণাকে বাঁচানো যেত।
এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ও মেডিকেল অফিসার ডা. খুরশিদুল ইসলাম বলেন, ‘ঘটনার কথা শুনেছি। আমার মনে হয় না কোনো গাফিলতি হয়েছে। আমি ছুটিতে আছি। ফিরেই ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেব।’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসবকালীন গাফিলতির অভিযোগ উঠেছে। এতে ঝর্ণা রাণী (৩০) নামের এক প্রসূতি মা মারা গেছেন। গত ১১ জুন সকালে রংপুর শহরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ঝর্ণা রাণী উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম নিরঞ্জন রায়। ১০ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের ৮ বছর বয়সী এক কন্যা সন্তান ছিল। ঝর্ণার মৃত্যুর তিন দিন আগে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন।
প্রসূতির পরিবারের অভিযোগ, সন্তান প্রসবের সময় জোংড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা চিনু বালা রায় ও আয়া রত্না রাণী চিকিৎসায় গাফিলতি করেন। যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দিয়ে অতিরিক্ত ইনজেকশন ও অপ্রয়োজনীয় ওষুধ দিয়ে প্রসব করানো হয়। এতে ঝর্ণা রাণী অতিরিক্ত রক্তক্ষরণ ও অনবরত বমিতে ভুগতে থাকেন। প্রায় সাত ঘণ্টা তাঁকে ওই অবস্থায় রেখে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে রংপুর নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বামী নিরঞ্জন রায় জানান, ঈদের পরদিন ৮ জুন দুপুরে প্রসব ব্যথা দেখা দিলে স্ত্রীকে বাড়ির পাশে জোংড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তিনি। সেখানে দায়িত্বে থাকা আয়া রত্না রাণী জানান, স্বাভাবিকভাবে সন্তান প্রসব হবে। পরে দুপুর ২টার দিকে পরিদর্শিকা চিনু বালা রায় এসে বিভিন্ন ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করেন। বিকেল ৫টার দিকে ঝর্ণা পুত্রসন্তানের জন্ম দেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘প্রসবের পরপরই ঝর্ণার বমি আর রক্তক্ষরণ শুরু হয়। এরপর প্রায় সাত ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁরা ছাড়তে রাজি হননি। শুধু ওষুধ আনতে বলেছেন বারবার। আমার দোকান ঠিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে, আমি অনেকবার অনুরোধ করেছি—যদি না পারেন, তবে ছেড়ে দিন। তাঁরা শোনেননি।’
নিরঞ্জন রায় বলেন, ‘রাত ১২টার দিকে তাঁরা জানায় রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা বলেন, অবস্থা সংকটাপন্ন, দ্রুত রংপুর নিতে হবে। রাত তিনটার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি। চিকিৎসকেরা জানান, প্রসব করাতে গিয়ে ভিতরের অংশ ছিঁড়ে গেছে। সেই কারণে রক্তক্ষরণ আর বমি বন্ধ করা যায়নি। ৭ ব্যাগ রক্ত দিয়েছি, কিছুই কাজে আসেনি। আমার দুইটি শিশু সন্তান মা হারা হলো। আমি এর বিচার চাই। যারা আমার স্ত্রীকে এই অবস্থায় ফেলেছে, তাদের শাস্তি হোক।’
এ বিষয়ে জানতে চাইলে আয়া রত্না রাণী বলেন, ‘ওই প্রসূতির অবস্থা ভালোই ছিল। বিকেলে স্বাভাবিকভাবে ছেলে সন্তান প্রসব করে। কিছুক্ষণ পর বমি শুরু হলে ওষুধ দিয়েছি।’ পরিদর্শিকা চিনু বালা রায় বলেন, ‘উপজেলার চিকিৎসকের সঙ্গে কথা বলেই ওষুধ ও ইনজেকশন দিয়েছি। কোনো জোরজবরদস্তি করা হয়নি, গাফিলতির প্রশ্নই ওঠে না।’
তবে বিষয়টি ভিন্নভাবে দেখছেন ঝর্ণার স্বজনেরা। তাঁদের অভিযোগ, সময়মতো উপযুক্ত চিকিৎসা দেওয়া হলে হয়তো ঝর্ণাকে বাঁচানো যেত।
এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ও মেডিকেল অফিসার ডা. খুরশিদুল ইসলাম বলেন, ‘ঘটনার কথা শুনেছি। আমার মনে হয় না কোনো গাফিলতি হয়েছে। আমি ছুটিতে আছি। ফিরেই ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেব।’

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
৩ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে