Ajker Patrika

হামলা মামলায় দিনাজপুর শহর আ.লীগ নেতা বাবু কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
হামলা মামলায় দিনাজপুর শহর আ.লীগ নেতা বাবু কারাগারে
এসএম শামীম আলম সরকার বাবু। ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনে হামলা মামলায় দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম শামীম আলম সরকার বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার শহরের নিউ টাউনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহতের ঘটনার একাধিক মামলার আসামি এসএম শামীমকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ওসি মতিউর রহমান আরও জানান, আওয়ামী লীগের এই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম নিহত রবিউল ইসলাম রাহুলসহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ বাড়িতে ফিরে আসার সংবাদ পেয়েই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত