বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি মঞ্চ করে সম্মেলনের আয়োজন করে। এ নিয়ে দুই ভাগে বিভক্ত নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ অবস্থায় আজ বুধবার (৯ নভেম্বর) বিকেলে সম্মেলনে চলাকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদেরের নির্দেশে মোবাইলে উপজেলা আওয়ামী লীগের নেতাদের উপজেলার ত্রিবার্ষিক সম্মেলনের কাউন্সিল স্থগিত করতে বলেন জেলার সভাপতি ও সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান মন্ডল বলেন, ‘বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদের বুধবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভা চলাকালীন সভাপতি ও সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমানকে মোবাইলে জানালে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সাময়িক স্থগিত করা হয়। পরে ত্রিবার্ষিক সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।’
অপরদিকে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলকে কেন্দ্র করে উপজেলা পাইলট স্কুল মাঠে দলের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম রাজু এবং ঢাকা মোড়ে আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমানের চালকলে দুটি মঞ্চ নির্মাণ করেন। বিষয়টিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হন। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে।
সম্মেলন স্থগিতের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম রাজু বলেন, ‘যেহেতু আমরা মঞ্চ তৈরি করেছি তাই সম্মেলন না হলেও আমাদের সমাবেশ চলমান থাকবে।’
বিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০১২ সালে মো. মিজানুর রহমান মন্ডলকে সভাপতি এবং মো. খায়রুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচন করে তিন বছরের জন্য ৬৭ সদস্যর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এরই মধ্যে ৬৭ সদস্যদের মধ্যে ১১জন সদস্য মারা গেছেন। দীর্ঘ ১০ বছর পর আজ (৯ অক্টোবর) আবারও ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।

দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি মঞ্চ করে সম্মেলনের আয়োজন করে। এ নিয়ে দুই ভাগে বিভক্ত নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ অবস্থায় আজ বুধবার (৯ নভেম্বর) বিকেলে সম্মেলনে চলাকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদেরের নির্দেশে মোবাইলে উপজেলা আওয়ামী লীগের নেতাদের উপজেলার ত্রিবার্ষিক সম্মেলনের কাউন্সিল স্থগিত করতে বলেন জেলার সভাপতি ও সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান মন্ডল বলেন, ‘বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদের বুধবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভা চলাকালীন সভাপতি ও সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমানকে মোবাইলে জানালে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সাময়িক স্থগিত করা হয়। পরে ত্রিবার্ষিক সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।’
অপরদিকে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলকে কেন্দ্র করে উপজেলা পাইলট স্কুল মাঠে দলের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম রাজু এবং ঢাকা মোড়ে আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমানের চালকলে দুটি মঞ্চ নির্মাণ করেন। বিষয়টিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হন। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে।
সম্মেলন স্থগিতের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম রাজু বলেন, ‘যেহেতু আমরা মঞ্চ তৈরি করেছি তাই সম্মেলন না হলেও আমাদের সমাবেশ চলমান থাকবে।’
বিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০১২ সালে মো. মিজানুর রহমান মন্ডলকে সভাপতি এবং মো. খায়রুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচন করে তিন বছরের জন্য ৬৭ সদস্যর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এরই মধ্যে ৬৭ সদস্যদের মধ্যে ১১জন সদস্য মারা গেছেন। দীর্ঘ ১০ বছর পর আজ (৯ অক্টোবর) আবারও ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২২ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে