প্রতিনিধি

কাউনিয়া (রংপুর): তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর দুই পাড়ে শিল্পনগরী গড়ে তুলবে সরকার। এ জন্য চীনকে একটি প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক পাকাকরণ ও ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, নদীভাঙন রোধ ও দুই পাড়ের মানুষের দুর্ভোগ লাঘব করতে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীর দু’পাড়ে শিল্পকারখানা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য চীনের সঙ্গে সাড়ে আট হাজার কোটি টাকার একটি প্রকল্পের ব্যাপারে কথাবার্তা চলছে। এই প্রকল্প শুরু হলে দুই পাড়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে। যা এই অঞ্চলের সামাজিক ও অর্থনীতিকে বদলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়াও তিস্তা খননের সময় ওঠা বালি দিয়ে সিমেন্ট মিশ্রিত কংক্রিটের ইট তৈরি করা যায় কিনা সেটিও পরীক্ষা নিরীক্ষা করা হবে। এতে কংক্রিটের ইট নির্মাণ শিল্পের প্রসার ঘটবে। উত্তরবঙ্গের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আছে। অচিরেই এ অঞ্চলের সবকিছু উন্নয়নের ধারায় বদলে যাবে। রংপুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনার বিষয়ে আলোচনা করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রাণঘাতী করোনা মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, হারাগাছ পৌর সাবেক মেয়র হাকিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলি, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

কাউনিয়া (রংপুর): তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর দুই পাড়ে শিল্পনগরী গড়ে তুলবে সরকার। এ জন্য চীনকে একটি প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক পাকাকরণ ও ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, নদীভাঙন রোধ ও দুই পাড়ের মানুষের দুর্ভোগ লাঘব করতে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীর দু’পাড়ে শিল্পকারখানা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য চীনের সঙ্গে সাড়ে আট হাজার কোটি টাকার একটি প্রকল্পের ব্যাপারে কথাবার্তা চলছে। এই প্রকল্প শুরু হলে দুই পাড়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে। যা এই অঞ্চলের সামাজিক ও অর্থনীতিকে বদলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়াও তিস্তা খননের সময় ওঠা বালি দিয়ে সিমেন্ট মিশ্রিত কংক্রিটের ইট তৈরি করা যায় কিনা সেটিও পরীক্ষা নিরীক্ষা করা হবে। এতে কংক্রিটের ইট নির্মাণ শিল্পের প্রসার ঘটবে। উত্তরবঙ্গের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আছে। অচিরেই এ অঞ্চলের সবকিছু উন্নয়নের ধারায় বদলে যাবে। রংপুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনার বিষয়ে আলোচনা করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রাণঘাতী করোনা মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, হারাগাছ পৌর সাবেক মেয়র হাকিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলি, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে