Ajker Patrika

পঞ্চগড়ে কাজের সন্ধানে এসে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় প্রতিনিধি
বিজিবির অভিযানে আটক ভারতীয় নাগরিক সতীশ রায়। ছবি: আজকের পত্রিকা
বিজিবির অভিযানে আটক ভারতীয় নাগরিক সতীশ রায়। ছবি: আজকের পত্রিকা

কাজের সন্ধানে অবৈধভাবে বাংলাদেশের পঞ্চগড়ে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম সতীশ রায়। তিনি ভারতের জলপাইগুঁড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়ার দেবিন রায়ের ছেলে। তাঁকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সতীশ ১৫ থেকে ২০ দিন আগে অনুপ্রবেশ করে তেঁতুলিয়ার মাঝিপাড়ায় দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও একইভাবে অনুপ্রবেশ করে কাজ করেছেন। মাঝিপাড়া বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়েছে মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়ি থেকে সতীশকে আটক করেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। তাঁকে তেঁতুলিয়া মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত