পীরগঞ্জে মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১১: ১৮
Thumbnail image
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাহেন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে পৌর শহরের ইটভাটা এলাকার গুয়াগাঁও মহল্লার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের ভুট্টা ব্যবসায়ী হারুন (৩৫) ও আবু সালেক (৩০) রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁরা দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন দুজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। তা ছাড়া আবু সালেককে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত