রংপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-নিপীড়নের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভা শেষে এসব কথা জানানো হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী বহিষ্কারের জন্য আগামী সিন্ডিকেট সভায় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলী জানান, তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার ও ৩৩ জনকে দুই সেমিস্টার বহিষ্কার করেছে। ১৫ জন সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর দুজন শিক্ষক, সাতজন কর্মকর্তা-কর্মচারীর ব্যাপারে ২০১৮ সালের কর্মকর্তা ও কর্মচারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেট দায়িত্ব দিয়েছে।
উপাচার্য মো. শওকাত আলী জানান, আবু সাঈদ মারা যাওয়ার পর যারা শিক্ষার্থীদের ওপর হামলা-নিপীড়ন করেছে এবং পরোক্ষভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের এক সেমিস্টার, দুই সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের দায়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না। ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদের গঠনতন্ত্র নিয়ে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ দেবে।
গত সিন্ডিকেটে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের তোলা দাবি আমলে নিয়ে করণীয় নির্ধারণ করতে শৃঙ্খলা বোর্ডকে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর আবু সাঈদ হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের নিপীড়নে জড়িতদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মিজানুর রহমানকে আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানকে সদস্যসচিব এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফকে সদস্য করা হয়। তথ্যপ্রমাণ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, সাতজন কর্মকর্তা-কর্মচারী ও ৭২ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয় ওই কমিটি।
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-নিপীড়নের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভা শেষে এসব কথা জানানো হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী বহিষ্কারের জন্য আগামী সিন্ডিকেট সভায় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলী জানান, তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার ও ৩৩ জনকে দুই সেমিস্টার বহিষ্কার করেছে। ১৫ জন সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর দুজন শিক্ষক, সাতজন কর্মকর্তা-কর্মচারীর ব্যাপারে ২০১৮ সালের কর্মকর্তা ও কর্মচারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেট দায়িত্ব দিয়েছে।
উপাচার্য মো. শওকাত আলী জানান, আবু সাঈদ মারা যাওয়ার পর যারা শিক্ষার্থীদের ওপর হামলা-নিপীড়ন করেছে এবং পরোক্ষভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের এক সেমিস্টার, দুই সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের দায়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না। ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদের গঠনতন্ত্র নিয়ে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ দেবে।
গত সিন্ডিকেটে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের তোলা দাবি আমলে নিয়ে করণীয় নির্ধারণ করতে শৃঙ্খলা বোর্ডকে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর আবু সাঈদ হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের নিপীড়নে জড়িতদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মিজানুর রহমানকে আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানকে সদস্যসচিব এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফকে সদস্য করা হয়। তথ্যপ্রমাণ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, সাতজন কর্মকর্তা-কর্মচারী ও ৭২ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয় ওই কমিটি।
বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির
৮ মিনিট আগেসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেকে দেশেই যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। এর জন্য নির্ধারিত রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে সড়কে বিক্ষোভ করেছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী ব্যক্তিরা। তাদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামান নামের এক বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ও রিচার্জের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিনিয়ে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১টার দিকে নাসিকের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেটের পশ্চিমে এই ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে