গাইবান্ধার সুন্দরগঞ্জে নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সেই প্রার্থী। আজ বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী মো. সাইফুল ইসলামের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে তারাপুর ইউনিয়নে মো. সাইফুল ইসলামকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। পিস কমিটির ছেলের হাতে নৌকা এমন অভিযোগ তুলে এক জোট হয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন দলের মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতারা।
এতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ ভোটার। তাঁদের দাবি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হোক। এ ছাড়া কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগও করেন মনোনয়ন বঞ্চিত এ নেতা। পরে বৃহস্পতিবার রাতে মনোনয়ন বোর্ড সাইফুল ইসলামকে পরিবর্তন করে তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেন।
মনোনয়ন বঞ্চিত মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনা যাচ্ছে।
নতুন করে মনোনয়ন পাওয়া মো. আব্দুস সামাদ খোকা বলেন, মো. সাইফুল ইসলাম বহিরাগত। তিনি দলের কেউ না। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রাব্বানী আপেল মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আব্দুস সামাদ খোকা দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। দলের সঙ্গে মো. সাইফুল ইসলামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছিলেন।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৮ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১৯ মিনিট আগে