ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে টানা কয়েক সপ্তাহ তীব্র খরার পর কয়েক দিনের বৃষ্টিতে পুরোদমে আমন ধানের চারা রোপণ শুরু করেছেন কৃষকেরা। জমি চাষ, আগাছা পরিষ্কার, সার দেওয়াসহ নানা কাজে এখন ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নসহ পৌর এলাকায় ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ৭৭ হাজার ৬৭১ মেট্রিক টন ধান এবং ৫১ হাজার ৮৪১ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে উপজেলায় এখন পর্যন্ত মাত্র ৬ হাজার ৩৪০ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে।
আজ শুক্রবার সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষায় সেচবিহীন কম খরচে আমন ধান চাষ করে লাভের স্বপ্ন দেখেন কৃষকেরা। টানা কয়েক সপ্তাহের তীব্র খরার কারণে মাটি ফেটে চৌচির হয়ে যায়। এতে চরম দুশ্চিন্তায় পড়েন তারা। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের মনে স্বস্তি ফিরে এসেছে। ইতিমধ্যে কোমরে গামছা বেঁধে জমিতে রোপা আমনের চারা রোপণে নেমেছেন তাঁরা।
উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক নবিউল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি ১ একর জমিতে বিভিন্ন জাতের আমন ধান চাষ করবেন। বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু সময়মতো বৃষ্টিপাত হওয়ায় দারুণ খুশি তিনি।
একই গ্রামের কৃষক খাদেমুল ইসলাম ও বাবলু ইসলাম জানান, বৃষ্টির পানির ওপর নির্ভর করে তারা আমন চাষ করেন। অনেক দিন পর বৃষ্টি আসায় সাড়ে তিন একর জমিতে পানি জমেছে। এখন জমি চাষ শেষে ছয়জন কিষানি চারা রোপণ করছেন।
খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকার কৃষক ইছাহাক হোসেন বলেন, ‘আমার তিন একর জমিতে বৃষ্টির পানি জমায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয়েছে। এখন রোপণের কাজ চলছে।’
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমান বলেন, ‘তীব্র খরায় বৃষ্টিপাত না হওয়ায় রোপা আমন লাগাতে পারেননি অনেক কৃষক। তবে বৃষ্টি একটু দেরিতে হলেও আষাঢ়ের শেষ থেকে শ্রাবণ মাসে আমন রোপণের উপযুক্ত সময়। এখন শ্রাবণ মাস চলছে, এ মাসেই আমন রোপণ শেষ হবে। আশা করা যাচ্ছে, এ বছর আমন চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে।’

দিনাজপুরের ফুলবাড়ীতে টানা কয়েক সপ্তাহ তীব্র খরার পর কয়েক দিনের বৃষ্টিতে পুরোদমে আমন ধানের চারা রোপণ শুরু করেছেন কৃষকেরা। জমি চাষ, আগাছা পরিষ্কার, সার দেওয়াসহ নানা কাজে এখন ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নসহ পৌর এলাকায় ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ৭৭ হাজার ৬৭১ মেট্রিক টন ধান এবং ৫১ হাজার ৮৪১ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে উপজেলায় এখন পর্যন্ত মাত্র ৬ হাজার ৩৪০ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে।
আজ শুক্রবার সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষায় সেচবিহীন কম খরচে আমন ধান চাষ করে লাভের স্বপ্ন দেখেন কৃষকেরা। টানা কয়েক সপ্তাহের তীব্র খরার কারণে মাটি ফেটে চৌচির হয়ে যায়। এতে চরম দুশ্চিন্তায় পড়েন তারা। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের মনে স্বস্তি ফিরে এসেছে। ইতিমধ্যে কোমরে গামছা বেঁধে জমিতে রোপা আমনের চারা রোপণে নেমেছেন তাঁরা।
উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক নবিউল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি ১ একর জমিতে বিভিন্ন জাতের আমন ধান চাষ করবেন। বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু সময়মতো বৃষ্টিপাত হওয়ায় দারুণ খুশি তিনি।
একই গ্রামের কৃষক খাদেমুল ইসলাম ও বাবলু ইসলাম জানান, বৃষ্টির পানির ওপর নির্ভর করে তারা আমন চাষ করেন। অনেক দিন পর বৃষ্টি আসায় সাড়ে তিন একর জমিতে পানি জমেছে। এখন জমি চাষ শেষে ছয়জন কিষানি চারা রোপণ করছেন।
খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকার কৃষক ইছাহাক হোসেন বলেন, ‘আমার তিন একর জমিতে বৃষ্টির পানি জমায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয়েছে। এখন রোপণের কাজ চলছে।’
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমান বলেন, ‘তীব্র খরায় বৃষ্টিপাত না হওয়ায় রোপা আমন লাগাতে পারেননি অনেক কৃষক। তবে বৃষ্টি একটু দেরিতে হলেও আষাঢ়ের শেষ থেকে শ্রাবণ মাসে আমন রোপণের উপযুক্ত সময়। এখন শ্রাবণ মাস চলছে, এ মাসেই আমন রোপণ শেষ হবে। আশা করা যাচ্ছে, এ বছর আমন চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৪ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৪ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪১ মিনিট আগে