বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩ ভ্যানে করে অন্যত্র পরিবহনের সময় পথিমধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩৩ বস্তা চাল ও ৬ বস্তা ডাল স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া মোড়ে এই ঘটনা ঘটে।
বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের সাহিরুল, শুকদেবপুর গ্রামের পারভেজ ও দারইল গ্রামের শাহিনুর ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যার দিকে দুটি ভ্যান ও একটি অটোরিকশায় করে টিসিবির পণ্য বহনের সময় ঢেরাপাটিয়া মোড়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাঁরা ভ্যানগুলো আটক করে চালকদের পণ্যের বিষয়ে জিজ্ঞেস করেন।
ভ্যান চালকেরা স্থানীয়দের জানান, ধামইর ইউপি কার্যালয় থেকে ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু ও সংরক্ষিত সদস্য হারেছা বেগম ৩০ কেজি করে ওজনের ৩৩ বস্তা চাল ও ৫০ কেজি করে ওজনের ছয় বস্তা মসুর ডাল ইউপির কার্যালয় থেকে ঢেরাপাটিয়ায় নিয়ে আসার জন্য তাঁদেরকে ভাড়া নিয়েছেন।
টিসিবির পণ্য পরিবহন করা ভ্যান ও অটোচালকেরা হলেন ধামইর গ্রামের আইজুল (চিকু) ও একই গ্রামের রাশিদুল এবং গোবিন্দপুর মেহেরবাগ (খেড়বাড়ি) গ্রামের ফয়জুল ইসলাম। তাঁরা ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমের নির্দেশে মালামালগুলো পরিবহন করেছেন বলে জানান।
এ বিষয়ে টিসিবির ডিলার ইশতেকার হোসেন লিমন বলেন, টিসিবি পণ্য বিতরণের সময় অনেকে অনুপস্থিত থাকেন। তাঁদের মধ্যে বিতরণের জন্য চাল-ডাল সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমকে দিয়ে দিয়েছি। এ বিষয়ে তাঁরা বলতে পারবেন।

ডিলার ইশতেকার বলেন, গত দুদিন ধরে পণ্য বিতরণ করা হচ্ছে। এবার তেল না থাকায় শুধু চাল ও ডাল অনেকে নিতে না আসায় ইউপি সদস্যদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করা হয়েছে। ইউনিয়নে টিসিবির মোট সুফলভোগী ২ হাজার ৮২৪ জন।
ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু বলেন, ডিলারের পয়েন্টে অনুপস্থিত থাকা উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এসব চাল-ডাল আমার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আগামীকাল রোববার বিতরণ করা হবে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার মোবাইল ফোনে কল করা হয়। তবে তিনি কল ধরেননি।

দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩ ভ্যানে করে অন্যত্র পরিবহনের সময় পথিমধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩৩ বস্তা চাল ও ৬ বস্তা ডাল স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া মোড়ে এই ঘটনা ঘটে।
বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের সাহিরুল, শুকদেবপুর গ্রামের পারভেজ ও দারইল গ্রামের শাহিনুর ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যার দিকে দুটি ভ্যান ও একটি অটোরিকশায় করে টিসিবির পণ্য বহনের সময় ঢেরাপাটিয়া মোড়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাঁরা ভ্যানগুলো আটক করে চালকদের পণ্যের বিষয়ে জিজ্ঞেস করেন।
ভ্যান চালকেরা স্থানীয়দের জানান, ধামইর ইউপি কার্যালয় থেকে ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু ও সংরক্ষিত সদস্য হারেছা বেগম ৩০ কেজি করে ওজনের ৩৩ বস্তা চাল ও ৫০ কেজি করে ওজনের ছয় বস্তা মসুর ডাল ইউপির কার্যালয় থেকে ঢেরাপাটিয়ায় নিয়ে আসার জন্য তাঁদেরকে ভাড়া নিয়েছেন।
টিসিবির পণ্য পরিবহন করা ভ্যান ও অটোচালকেরা হলেন ধামইর গ্রামের আইজুল (চিকু) ও একই গ্রামের রাশিদুল এবং গোবিন্দপুর মেহেরবাগ (খেড়বাড়ি) গ্রামের ফয়জুল ইসলাম। তাঁরা ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমের নির্দেশে মালামালগুলো পরিবহন করেছেন বলে জানান।
এ বিষয়ে টিসিবির ডিলার ইশতেকার হোসেন লিমন বলেন, টিসিবি পণ্য বিতরণের সময় অনেকে অনুপস্থিত থাকেন। তাঁদের মধ্যে বিতরণের জন্য চাল-ডাল সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমকে দিয়ে দিয়েছি। এ বিষয়ে তাঁরা বলতে পারবেন।

ডিলার ইশতেকার বলেন, গত দুদিন ধরে পণ্য বিতরণ করা হচ্ছে। এবার তেল না থাকায় শুধু চাল ও ডাল অনেকে নিতে না আসায় ইউপি সদস্যদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করা হয়েছে। ইউনিয়নে টিসিবির মোট সুফলভোগী ২ হাজার ৮২৪ জন।
ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু বলেন, ডিলারের পয়েন্টে অনুপস্থিত থাকা উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এসব চাল-ডাল আমার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আগামীকাল রোববার বিতরণ করা হবে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার মোবাইল ফোনে কল করা হয়। তবে তিনি কল ধরেননি।

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫ মিনিট আগে
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে দুটি পিস্তল ও ছয়টি গুলিসহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাকিবের নিজ বাড়ি থেকে তাঁকে অবৈধ ভারতীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
৬ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোর ৪টার দিকে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করেন লেলিন সাহা (৩৬) নামের এক নেতা। তবে শেষরক্ষা হয়নি তাঁর। পদত্যাগের ঘোষণার মাত্র দুই ঘণ্টা পরই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
১ ঘণ্টা আগে