Ajker Patrika

পলিতে ভরছে ধরলা-তিস্তা-দুধকুমার

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
পলিতে ভরছে ধরলা-তিস্তা-দুধকুমার

কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমারসহ সব কটি প্রবহমান নদ-নদীর তলদেশে বছরের পর বছর পলি বাড়ছে। কমছে পানি ধারণের ক্ষমতা।

তীরবর্তী বাসিন্দারা বলছেন, গত দুই দশকে এসব নদ-নদীর নাব্যতা-সংকটে বিঘ্নিত হচ্ছে নৌপরিবহনের ব্যবস্থা, আবার কোথাও কোথাও বেড়েছে ভাঙন। পানির ধারণক্ষমতা কমায় বর্ষা মৌসুমে তীরবর্তী এলাকায় দেখা দেয় বন্যা। আর শুষ্ক মৌসুমে অনেক স্থানে পানির স্তর নেমে যাওয়ায় কৃষিতে সেচ দেওয়ার মতো অবস্থা থাকে না। মাছেরও দেখা মেলে না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, জেলার ৯ উপজেলার ভেতর দিয়ে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তাসহ ছোট-বড় ১৬টি নদ-নদী বয়ে গেছে। এসব নদ-নদীর দৈর্ঘ্য প্রায় ৩৩৬ কিলোমিটার।

জেলার রাজারহাট ও উলিপুর উপজেলা দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। গত এক দশকে এই নদী সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। উজানে ভারতের পক্ষ থেকে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ অংশে এই নদী স্বকীয়তা হারিয়েছে বলে জানান তিস্তা এলাকার বাসিন্দারা।

রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তাপারের কৃষক মিলন হোসেন জানান, ভাঙনে তিস্তা অঞ্চলের বাসিন্দারা এখন নিঃস্ব। ভরা মৌসুমে স্বল্প মেয়াদে পানিপূর্ণ থাকলেও তিস্তায় এখন নালার মতো পানির প্রবাহ। পানিসহ প্রশস্ততা ২০০ থেকে ২৫০ মিটার হবে। গভীরতা হবে সর্বোচ্চ ২০ ফুট। গোটা নদীজুড়ে চর জেগে উঠেছে। এসব চরের অনেক জায়গায় এখন বাদাম, ভুট্টা, মরিচ আর পেঁয়াজ আবাদ হচ্ছে।

মিলন বলেন, ‘তিস্তা এখন আর নদী নাই। তিস্তা এখন আবাদি জমির মতো। তিস্তাপাড়ে পানির লেয়ার নেমে যাচ্ছে। এ বছর নদীতীরবর্তী অনেক টিউবওয়েলে পানি উঠছে না। সামনে আরও খারাপ দিন আসতেছে।’

সদরের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ অববাহিকার চর ভগবতীপুর গ্রামের বাসিন্দা তারাচাঁদ শেখ বলেন, ‘আগের নদী আর নাই। আগে নদীতে থাও (ঠাঁই) পাওয়া যাইত না। অহন ১৫-২০ হাত পানি। বালু জইমা জইমা ভরাট হইয়া গেছে। চর আর চর।’

চরের এই বাসিন্দা বলেন, ‘নদী খনন কইরা যদি শাখাগুলা এক করে দিত, তাহলে গভীরতা বাড়ত।’

ব্রহ্মপুত্রে দল বেঁধে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন আলম, মাহবুব ও দেলোয়ার। উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের এই মৎস্যজীবীরা জানান, গত দুই দশকে ব্রহ্মপুত্রের প্রবাহে আমূল পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো মাছ মেলে না।

তিস্তাপারের উপজেলা রাজারহাটের বাসিন্দা ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘জেলার সব নদী ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙনে নদীগুলোর প্রস্থ বেড়েছে। দীর্ঘদিন পলি জমে গভীরতা কমেছে। কিন্তু পলি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয় নাই।’

তিস্তার বর্তমান অবস্থা প্রসঙ্গে এই নদী গবেষক বলেন, ‘২০১৪ সালের আগপর্যন্ত তিস্তায় পানি আসত। ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে তিস্তা এখন পানি পাচ্ছে না। ২-৩ কিলোমিটার প্রস্থের তিস্তা এখন ভাঙনে কোথাও কোথাও ১০-১২ কিলোমিটার হয়েছে। কিন্তু পানি নেই। অথচ ভরা বর্ষায় তিস্তা ছিল ২ কিলোমিটার আর শুষ্ক মৌসুমে ছিল ১ কিলোমিটার।’

নদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ড. তুহিন আরও বলেন, ‘২০১৭ সালের বন্যায় ধরলায় বৃহৎ পরিসরে পলি পড়েছে। কিন্তু পলি সরানো হয়নি। ধরলায় পানির প্রবাহ সামান্য। উজানে ভারতের পশ্চিমবঙ্গে ধরলার পানিও প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে ভারত। দুধকুমার নদে ড্রেজিংয়ের নামে সংশ্লিষ্ট কর্মকর্তারাই বেশি উপকৃত হচ্ছেন। ব্রহ্মপুত্রে পানিপ্রবাহ থাকলেও আগের মতো নেই। পলি আর ভাঙনে এটিও ভরাট হয়েছে, প্রস্থে বেড়েছে।’

সংকট উত্তরণে তিস্তা ইস্যুতে পানি দাবি, সব নদ-নদীর সীমানা চিহ্নিত করে বিজ্ঞানসম্মত উপায়ে খনন এবং অববাহিকাকেন্দ্রিক নদী পরিচর্যার ব্যবস্থা গড়ে তোলার দাবি এই শিক্ষক ও গবেষকের।

পলি জমে জেলার নদ-নদী ভরাট হওয়ার বিষয়টি স্বীকার করলেও পাউবো বলছে, তারা শুধু নদীর ভাঙন রোধে কাজ করছে। নদীর নাব্যতা কিংবা প্রবাহ ঠিক রাখার কাজটি করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ ঠিক করতে পারলে তীরে পানির চাপ পড়ে না। ফলে ভাঙন রোধ করা সম্ভব হয়। ধরলা ও দুধকুমার নদে বিআইডব্লিউটিএ খননকাজ করছে। নদী দুটির নাব্যতা ও প্রবাহ ফেরানোর অগ্রগতি সম্পর্কে তারাই ভালো বলতে পারবেন।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয় বলে জানান এই পানি প্রকৌশলী।

কুড়িগ্রামে বিআইডব্লিউএ কর্তৃপক্ষের দপ্তর না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার উপজেলার অতিদুর্গম দৌছড়ি ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের লেবুতলী এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক রোহিঙ্গার নাম হাবিবউল্লাহ (১৯)। তিনি কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর ইস্ট ব্লক ই/ ৯-এর মুহাম্মদ রশিদের ছেলে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার অতিদুর্গম দৌছড়ি ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের লেবুতলী এলাকায় অভিযানে নামে পুলিশ।

এ সময় ১২ বান্ডিল (১ হাজার করে) টাকা জব্দ করে তারা। যা সর্বসাকল্যে ১২ লাখ টাকা। এ সময় রোহিঙ্গা নাগরিক হাবিবউল্লাহকে হাতেনাতে আটক করেন পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার লোকজন।

পুলিশ আরও জানায়, আটক রোহিঙ্গা তরুণ জিজ্ঞাসাবাদে জানান যে, কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত আলী জোহান (রোহিঙ্গা) দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত। তাঁর ভাই লোকমান হাকিম (কালাপুতু) নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে লেবুতলী দুর্গম পাহাড়ি বেতর ঝিড়ি এলাকায় বসবাস করেন। তিনি তাঁদের সঙ্গে সখ্যতা গড়ে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত হন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ১২ লাখ জাল টাকাসহ আটক রোহিঙ্গার জবানবন্দির ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
কৃষক আলআমিনের মৃত্যুতে স্বজনদের কান্না। ছবি: আজকের পত্রিকা
কৃষক আলআমিনের মৃত্যুতে স্বজনদের কান্না। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে আহত আল আমিন শেখ (৩০) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কৃষকের পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গত বুধবার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে আল আমিনকে প্রতিপক্ষের লোকজন মারধর করে বলে অভিযোগ ওঠে।

মৃত আল আমিন মধুখালী গ্রামের আকবর আলী শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, মধুখালী গ্রামের হাসেম শেখের ছেলে ফাইজুল শেখ (৩০), আব্বাস শেখ (৩৫) এবং নওয়াব শেখের ছেলে টিপু শেখের সঙ্গে একই গ্রামের আকবর আলী শেখের ছেলেদের জমি নিয়ে বিরোধ রয়েছে। গত বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করতে যান আল আমিন। তাতে ফাইজুল ও আব্বাস বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ফাইজুল ও আব্বাসের নির্দেশে টিপু শেখ ২৫-৩০ জন লোক নিয়ে এসে আল আমিনকে পেটাতে থাকেন। পরে আল আমিনের চিৎকারে বাড়ির লোকজন সেখানে ছুটে গেলে প্রতিপক্ষের মারধরে নারীসহ আরও চারজন আহত হন। পরে আহত আল আমিনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

নিহত আল আমিনের স্ত্রী নুরনাহার বেগম বলেন, ‘আমার তিন ছেলেমেয়েকে ওরা এতিম করে দিল। নির্মমভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করল। আমি তাদের ফাঁসি চাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত ফাইজুল, আব্বাস ও টিপু শেখের বাড়িতে গেলে তাঁদের ঘরগুলো তালাবদ্ধ দেখা যায়। প্রতিবেশীরা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁরা ঘর তালা মেরে কোথায় যেন চলে গেছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কৃষকের মৃত্যুর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
মওদুদ আহমেদ শাওন। ছবি: সংগৃহীত
মওদুদ আহমেদ শাওন। ছবি: সংগৃহীত

জাল সিল-স্বাক্ষর দিয়ে ১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ করেছে উপজেলা প্রশাসন। উভয়কে আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন এ তথ্য জানান।

অভিযুক্তরা হলেন উপজেলার গাগলাজুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ইমরান মিয়া ও সচিব রাজিব মিয়া।

এর আগে গত বুধবার জাল সিল-স্বাক্ষর দিয়ে ১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির খবর পেয়ে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামের একজনকে আটক করে পুলিশ।

গতকাল সংশ্লিষ্ট ইউপি সচিব বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি ওই ইউনিয়নের উদ্যোক্তা ঝরনা আক্তারের স্বামী।

এদিকে শোকজের বিষয়ে কথা বলতে ইউপি চেয়ারম্যান মো. ইমরান মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

তবে নোটিশ পাওয়ার কথা স্বীকার করে ইউপি সচিব রাজিব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন গত বুধবার শোকজ করা হলেও বৃহস্পতিবার নোটিশটি হাতে পেয়েছি। আগামী তিন কার্যদিবসের জবাব দিতে বলা হয়েছে। যথাযথ সময়ে জবাব দেওয়া হবে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। শাওন নিজেই সিল-স্বাক্ষর নকল করে এসব করেছেন।’

এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, তাঁদের থেকে পাওয়া জবাব জেলায় পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে জেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

টানা ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের ভিড়, কর্ণফুলী নদী আর লেক-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)
কাপ্তাইয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। ছবি: আজকের পত্রিকা
কাপ্তাইয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর থেকে রাঙামাটির কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালিতে বেড়াতে এসেছেন ব্যবসায়ী কাউছার এবং তাঁর বোন সাদিয়া আফরিন মুন্নি। তাঁরা  বলেন, ‘গতকাল বৃহস্পতিবার পরিবারের সদস্যরা মিলে রাঙামাটিতে বেড়াতে এসেছি। আজ শুক্রবার কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস দেখতে এলাম। সত্যিই এটা খুব সুন্দর। থাইল্যান্ডের আদলে গড়ে তোলা এই পড হাউসগুলো থেকে কর্ণফুলী নদীর দৃশ্য দেখতে অপরূপ লাগছে।’ এ সময় কথা হয় তাঁদের সফরসঙ্গী সেলিনা খাতুন ও মো. জসিমের সঙ্গে। তাঁরা বলেন, ‘কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আমরা মুগ্ধ হয়েছি। কাপ্তাইয়ের পাহাড়, কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীর সৌন্দর্যে আমরা মুগ্ধ।’

বড়দিনের ছুটির সঙ্গে শুক্র ও শনিবার মিলে তিন দিনের ছুটি পেয়ে অনেকে কাপ্তাইয়ে বেড়াতে এসেছেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি, শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস,  চন্দ্রলোক ক্যাম্পিং সাইট অ্যান্ড রিসোর্ট ও বনশ্রী পর্যটন কেন্দ্র, ওয়াগ্গাছড়া প্যানোরোমা জুম রেস্তোরাঁ, নৌবাহিনী পরিচালিত  লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত লেকশোর পিকনিক স্পটসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে পর্যটকদের ভিড় চোখে পড়ছে। কোথাও কোনো রিসোর্ট খালি নেই। কেউ বোট নিয়ে লেকে ভ্রমণ করছেন। কেউ লেক পাহাড়ের ছবি তুলছেন।

টানা তিন দিনের ছুটি ঘিরে পর্যটনকেন্দ্রগুলো মাসখানেক আগেই অগ্রিম বুকিং হয়েছে বলে জানান শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসের ম্যানেজার মিনহাজ উদ্দিন। তিনি বলেন, ‘কর্ণফুলী নদীর তীরে নির্মিত নিসর্গ রিভার ভ্যালির পড হাউস দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকেরা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত আমাদের সবগুলো কটেজ বুকিং আছে।’

কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসের প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ মইন উদ্দিন জুয়েল বলেন, ‘মাঝখানে কর্ণফুলী নদী আর দুই পাশে রাম-সীতা পাহাড় দেখতে আসছেন পর্যটকেরা। এখানে আমাদের রেস্টুরেন্টে কাপ্তাই লেকের মাছসহ পাহাড়ি খাবার খেতে এই ছুটিতে বহু পর্যটক আসছেন।’

চট্টগ্রামের রাউজান থেকে কাপ্তাইয়ে বেড়াতে এসেছেন রাউজান প্রেসক্লাবের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক  লেখক ও কলামিস্ট ডা. সুপন বিশ্বাস। তিনি  বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি  কাপ্তাইয়ের প্রতিটি পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে। আমি বাংলাদেশের সকলকে এখানে আসার আমন্ত্রণ জানাই।’

কক্সবাজার থেকে বেড়াতে আসা পল্লী বিদ্যুতের কর্মী বিটু বলেন, ‘কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি আমাদের মুগ্ধ করেছে।’

কাপ্তাই নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইসে বেড়াতে আসা শিক্ষার্থী পার্বতী বলেন, ‘আমরা বন্ধুরা মিলে বেড়াতে এসেছি, আসলে এই জায়গাটা খুব সুন্দর।’  

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই লেক শোতে কথা হয় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আসা পর্যটক আবদুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি বলেন, ‘এখানে পরিবার নিয়ে বেড়াতে এসেছি। কাপ্তাইয়ের প্রকৃতি খুবই সুন্দর। কাপ্তাই লেক এবং পাহাড় দেখে মুগ্ধ হয়েছি।’  

কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পটের ফল বিক্রেতা এ আর খান বলেন, এই পর্যটনকেন্দ্রের বাইরে প্রচুর পাহাড়ি আনারস পাওয়া যায়। এগুলো পর্যটকদের কাছে বেশ পছন্দের।   

কাপ্তাই এসএসডি বোট ঘাট এবং কাপ্তাই লেকশোর বোট ঘাটের চালক খায়রুল ইসলাম এবং মো. জুয়েল বলেন, টানা ছুটিতে কাপ্তাইয়ে বহু পর্যটক এসেছে। পর্যটকেরা বোটে করে কাপ্তাই লেক ভ্রমণ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

এলাকার খবর
Loading...

সম্পর্কিত