কুড়িগ্রাম প্রতিনিধি

চিলমারীতে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ হোসেন পাখী ও সদস্য আব্দুল মতিন শিরিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের প্রতি আনুগত্য না রাখা, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মকভাবে জখম করার অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।”
জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “অভিযোগের সত্যতা পাওয়ায় দল ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগের দিন বৃহস্পতিবার চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল বারী সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্যসচিব করা হয়। কমিটি ঘোষণার পরপরই এর বিরোধিতা করে পাখী ও শিরিনের নেতৃত্বে অনুসারীরা লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেন। পরে সন্ধ্যায় মশাল মিছিলও বের হয়।
এর কিছুক্ষণ পরই উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গুরুতর আহত জিয়াকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
তবে অভিযোগ অস্বীকার করে এবং অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আবু সাঈদ হোসেন পাখী। তিনি বলেন, “এটা মনগড়া সিদ্ধান্ত। যাচাই-বাছাই ছাড়া হঠাৎ করে কী ঘটল, কে কী করল—তা না জেনেই আমাদের নাম জড়িয়ে নাটক সাজানো হয়েছে। আমাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত।”

চিলমারীতে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ হোসেন পাখী ও সদস্য আব্দুল মতিন শিরিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের প্রতি আনুগত্য না রাখা, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মকভাবে জখম করার অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।”
জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “অভিযোগের সত্যতা পাওয়ায় দল ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগের দিন বৃহস্পতিবার চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল বারী সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্যসচিব করা হয়। কমিটি ঘোষণার পরপরই এর বিরোধিতা করে পাখী ও শিরিনের নেতৃত্বে অনুসারীরা লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেন। পরে সন্ধ্যায় মশাল মিছিলও বের হয়।
এর কিছুক্ষণ পরই উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গুরুতর আহত জিয়াকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
তবে অভিযোগ অস্বীকার করে এবং অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আবু সাঈদ হোসেন পাখী। তিনি বলেন, “এটা মনগড়া সিদ্ধান্ত। যাচাই-বাছাই ছাড়া হঠাৎ করে কী ঘটল, কে কী করল—তা না জেনেই আমাদের নাম জড়িয়ে নাটক সাজানো হয়েছে। আমাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত।”

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
২৯ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
৩৪ মিনিট আগে
গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগে