উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রের বাড়িতে দুই দিন থেকে অবস্থান করছেন এক মাদ্রাসাছাত্রী। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। উপজেলার তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকেই ওই কলেজছাত্র গাঢাকা দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আতিকুর রহমান আতিকের (১৮) সঙ্গে পার্শ্ববর্তী চিলমারী উপজেলার ওই মাদ্রাসাছাত্রীর সঙ্গে (১৯) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রীর দাবি, তাঁদের বিয়ে হয়েছে। এই দাবি নিয়ে গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে ওই ছাত্রী আতিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান করছেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
এদিকে জন্মসনদে ও অ্যাফিডেভিটে ওই যুবকের নাম ও বয়স আলাদা পাওয়া যায়। জন্মসনদ অনুযায়ী ওই যুবকের নাম আতিকুর রহমান আতিক এবং বয়স ১৮ বছর। অন্যদিকে ছাত্রীর কাছ থেকে পাওয়া বিয়ের অ্যাফিডেভিটে দেখা যায় তাঁর নাম রাকিব হাসান এবং বয়স ২২ বছর। তবে দুই জায়গায় বাবার নাম একই দেখা যায়। তবে আতিক ও রাকিব একই ব্যক্তি এ বিষয়টি নিশ্চিত করেছেন উভয় পক্ষ।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় অনশনরত ওই শিক্ষার্থীর সঙ্গে। তিনি জানান, মাদ্রাসায় পড়াকালীন মোবাইলের মাধ্যমে আতিকুর রহমান আতিক ওরফে রাকিব হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। তাঁর দাবি, ১১ মাস আগে তাঁরা অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। এরপর থেকে তিনি তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছেন। হঠাৎ করেই ৬ মাস থেকে রাকিব তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তাই তিনি বাধ্য হয়ে গতকাল সোমবার দুপুরে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন। তবে তাঁকে দেখার পরেই রাকিব গাঢাকা দিয়েছেন।
তিনি বলেন, ‘স্বামী রাকিব যদি আমাদের বিয়ের সম্পর্ক অস্বীকার করে তবেই আমি বাড়ি চলে যাব। তাঁর সঙ্গে দেখা না করা পর্যন্ত আমি এখানেই থাকব। আমি তাঁকে রাকিব হাসান নামেই চিনি, অথচ এখানে এসে জানতে পারি তাঁর নাম আতিকুর রহমান আতিক।’
এদিকে যুবক রাকিবের ভাই রাশেদ মিয়া বলেন, ‘আমার ভাই ২০২১ সালে এসএসসি পাস করেছে। বর্তমানে সে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই মেয়ের সঙ্গে আমার ভাইয়ের মাত্র কয়েক দিনের সম্পর্ক ছিল। প্রথমবার দেখা করতে গিয়েই মেয়ের স্বজনেরা আমার ভাইকে আটকিয়ে মীমাংসার কথা বলে আমাদের কাছে ৩০ হাজার টাকা আদায় করে। ওই সময়ে আমার ভাইয়ের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করে নেয় তারা। এরপর হঠাৎ করে সোমবার থেকে ওই মেয়ে নিজেকে আতিকের স্ত্রী দাবি করে আমাদের বাড়িতে অবস্থান করছে। অ্যাফিডেভিটে আমার ভাইয়ের বয়স ২২ বছর ও নাম রাকিব হাসান উল্লেখ করা হয়েছে, যা মিথ্যা। মেয়ের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি তারা যদি উপর্যুক্ত প্রমাণ দেখাতে পারেন তখন আমরা ওই মেয়েকে মেনে নিব। আমার ভাই বর্তমানে বাইরে অবস্থান করছে।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, ‘অনশনের বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রের বাড়িতে দুই দিন থেকে অবস্থান করছেন এক মাদ্রাসাছাত্রী। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। উপজেলার তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকেই ওই কলেজছাত্র গাঢাকা দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আতিকুর রহমান আতিকের (১৮) সঙ্গে পার্শ্ববর্তী চিলমারী উপজেলার ওই মাদ্রাসাছাত্রীর সঙ্গে (১৯) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রীর দাবি, তাঁদের বিয়ে হয়েছে। এই দাবি নিয়ে গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে ওই ছাত্রী আতিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান করছেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
এদিকে জন্মসনদে ও অ্যাফিডেভিটে ওই যুবকের নাম ও বয়স আলাদা পাওয়া যায়। জন্মসনদ অনুযায়ী ওই যুবকের নাম আতিকুর রহমান আতিক এবং বয়স ১৮ বছর। অন্যদিকে ছাত্রীর কাছ থেকে পাওয়া বিয়ের অ্যাফিডেভিটে দেখা যায় তাঁর নাম রাকিব হাসান এবং বয়স ২২ বছর। তবে দুই জায়গায় বাবার নাম একই দেখা যায়। তবে আতিক ও রাকিব একই ব্যক্তি এ বিষয়টি নিশ্চিত করেছেন উভয় পক্ষ।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় অনশনরত ওই শিক্ষার্থীর সঙ্গে। তিনি জানান, মাদ্রাসায় পড়াকালীন মোবাইলের মাধ্যমে আতিকুর রহমান আতিক ওরফে রাকিব হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। তাঁর দাবি, ১১ মাস আগে তাঁরা অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। এরপর থেকে তিনি তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছেন। হঠাৎ করেই ৬ মাস থেকে রাকিব তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তাই তিনি বাধ্য হয়ে গতকাল সোমবার দুপুরে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন। তবে তাঁকে দেখার পরেই রাকিব গাঢাকা দিয়েছেন।
তিনি বলেন, ‘স্বামী রাকিব যদি আমাদের বিয়ের সম্পর্ক অস্বীকার করে তবেই আমি বাড়ি চলে যাব। তাঁর সঙ্গে দেখা না করা পর্যন্ত আমি এখানেই থাকব। আমি তাঁকে রাকিব হাসান নামেই চিনি, অথচ এখানে এসে জানতে পারি তাঁর নাম আতিকুর রহমান আতিক।’
এদিকে যুবক রাকিবের ভাই রাশেদ মিয়া বলেন, ‘আমার ভাই ২০২১ সালে এসএসসি পাস করেছে। বর্তমানে সে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই মেয়ের সঙ্গে আমার ভাইয়ের মাত্র কয়েক দিনের সম্পর্ক ছিল। প্রথমবার দেখা করতে গিয়েই মেয়ের স্বজনেরা আমার ভাইকে আটকিয়ে মীমাংসার কথা বলে আমাদের কাছে ৩০ হাজার টাকা আদায় করে। ওই সময়ে আমার ভাইয়ের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করে নেয় তারা। এরপর হঠাৎ করে সোমবার থেকে ওই মেয়ে নিজেকে আতিকের স্ত্রী দাবি করে আমাদের বাড়িতে অবস্থান করছে। অ্যাফিডেভিটে আমার ভাইয়ের বয়স ২২ বছর ও নাম রাকিব হাসান উল্লেখ করা হয়েছে, যা মিথ্যা। মেয়ের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি তারা যদি উপর্যুক্ত প্রমাণ দেখাতে পারেন তখন আমরা ওই মেয়েকে মেনে নিব। আমার ভাই বর্তমানে বাইরে অবস্থান করছে।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, ‘অনশনের বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে