Ajker Patrika

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২২: ২৫
স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার 

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার মামলায় শফিকুল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভিমলপুর গ্রামে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক শফিকুল মিয়া উপজেলা খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, শফিকুল মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগমকে পাশের কিসমত লালপুর গ্রামের মনসুর আলী ধর্ম মেয়ে বানায়। সেই সুবাদে হোসনেয়ারা বেগম তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। সেখানে মনসুর আলীর ছেলে দুলাল মিয়ার সঙ্গে হোসনেয়ারা পরকীয়া করতেন বলে সন্দেহ করে আসছিল স্বামী শফিকুল মিয়া। এতে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

তখন হোসনেয়ারা বেগম শফিকুল মিয়াকে তালাক দিয়ে দুলাল মিয়ার বাড়িতে চলে যায়। এতে দুলাল মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন শফিকুল মিয়া। এর জের ধরে গত ২৫ অক্টোবর দুলাল মিয়াকে ছুরিকাঘাত করে শফিকুল মিয়া। এ ঘটনায় দুলাল মিয়া গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়ার পিতা মনসুর মিয়া বাদী হয়ে ২৮ অক্টোবর ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম আরো বলেন, এ ঘটনার পর থেকে শফিকুল মিয়া বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহারের করে শফিকুল মিয়ার অবস্থান নির্ণয় করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত