দিনাজপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দিনাজপুরে সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার কোতোয়ালি থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট জেলা যুবদল নেতা রুহান হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন–জেলা যুবলীগ নেতা রাশেদ পারভেজ, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ আলম, মো. রমজান, মানিক রঞ্জন বসাক, যুবলীগ নেতা মো. মিথুন, সুইট, ওবাইদুর রহমান, সদরের ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, শেখপুরা ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শশরা ইউপি চেয়ারম্যান মো. রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ রায়হান, ওয়াসিম নুর তুষার, মিথুন, নুর মোহাম্মদ, জাকির হোসেন, সাদেকুল ইসলাম, রাশেদুল ইসলাম, রুবেল, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, রবীন্দ্রনাথ বসাক সুটু, শামীম রেজা, আব্দুল মালেক সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউসুফ আলী তালুকদার, উত্তম বসাক, মামুনুর রশীদ ও অমিত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দিনাজপুরের শিক্ষার্থীরা এক দফা দাবিতে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মামলার বাদী ফরিদুলের ছোট ভাই রবিউল ইসলাম রাহুলও ছিলেন। দুপুর ১২টার দিকে মিছিলটি জিলা স্কুলের সামনের সড়কে আসলে প্রধান আসামির পরোক্ষ মদদে ও উসকানিতে তাঁর লোকজন আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য নিয়ে মিছিলে হামলা চালায়। হামলাকারীরা শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়লে একপর্যায়ে নিহত রবিউলের দুই পা গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী আন্দোলনে নিহত রবিউল ইসলামের ভাই বাদী হয়ে রোববার একটি মামলা দায়ের করেছেন।’

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দিনাজপুরে সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার কোতোয়ালি থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট জেলা যুবদল নেতা রুহান হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন–জেলা যুবলীগ নেতা রাশেদ পারভেজ, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ আলম, মো. রমজান, মানিক রঞ্জন বসাক, যুবলীগ নেতা মো. মিথুন, সুইট, ওবাইদুর রহমান, সদরের ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, শেখপুরা ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শশরা ইউপি চেয়ারম্যান মো. রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ রায়হান, ওয়াসিম নুর তুষার, মিথুন, নুর মোহাম্মদ, জাকির হোসেন, সাদেকুল ইসলাম, রাশেদুল ইসলাম, রুবেল, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, রবীন্দ্রনাথ বসাক সুটু, শামীম রেজা, আব্দুল মালেক সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউসুফ আলী তালুকদার, উত্তম বসাক, মামুনুর রশীদ ও অমিত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দিনাজপুরের শিক্ষার্থীরা এক দফা দাবিতে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মামলার বাদী ফরিদুলের ছোট ভাই রবিউল ইসলাম রাহুলও ছিলেন। দুপুর ১২টার দিকে মিছিলটি জিলা স্কুলের সামনের সড়কে আসলে প্রধান আসামির পরোক্ষ মদদে ও উসকানিতে তাঁর লোকজন আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য নিয়ে মিছিলে হামলা চালায়। হামলাকারীরা শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়লে একপর্যায়ে নিহত রবিউলের দুই পা গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী আন্দোলনে নিহত রবিউল ইসলামের ভাই বাদী হয়ে রোববার একটি মামলা দায়ের করেছেন।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
২৯ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে