করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক আম বিক্রেতাকে জরিমানা না করে দোকানের সব আম কিনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর বাজারে এ ঘটনা ঘটে।
এই আমের বিক্রেতার নাম আলাল উদ্দিন। তিনি উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আজাহার আলীর ছেলে। মৌসুমি ফল ব্যবসার আয় দিয়েই তাঁর সংসার চলে।
জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাজার মনিটরিংয়ে আসেন তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। তিনি দেখেন, দোকান বন্ধের নির্ধারিত সময় পার হলেও আজিজনগর বাজারে আলাল উদ্দিন নামের এক মধ্যবয়সী ব্যক্তি আম বিক্রি করছেন। সোহাগ চন্দ্র সাহা ওই দোকানদারের কাছে সরকারি নির্দেশ অমান্য করে দোকার খোলা রাখার কারণ জানতে চাইলে আলাল উদ্দিন বলেন, লকডাউনে ক্রেতা কম থাকায় দোকানের অধিকাংশ আম বিক্রি হয়নি। এরই মধ্যে অধিকাংশ আম পচে গেছে। তাই নিরুপায় হয়ে প্রায় ক্রেতাশূন্য বাজারেও দোকান খোলা রেখেছেন। তাঁর কথা শুনে ইউএনও তাঁকে দণ্ড দেওয়ার পরিবর্তে দোকানের সব আম (৩৪ কেজি) বাজার দরে কিনে নেন। পরে এগুলো আশ্রয়ণ প্রকল্পে বসবাস করার গরিব মানুষের মাঝে বিতরণ করেন।
এই প্রসঙ্গে আলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় ইউএনও স্যার দোকানে আসলে আমি আমার সমস্যার কথা স্যারকে বলি। তিনি আমার দোকানের সকল আম কিনে নেন এবং জরিমানা না করে সচেতন করেন। স্যারকে ধন্যবাদ জানাই।
জানতে চাইলে ইউএনও বলেন, আমি সন্ধ্যা ৭টায় আজিজনগর বাজারে মনিটরিংয়ে গিয়ে দেখি আলাল উদ্দিন নামের ওই বিক্রেতাকে অন্ধকারে আম নিয়ে বসে থাকতে দেখি। সন্ধ্যায় দোকান খোলা রাখার কারণ জানতে চাইলে সে জানায়, আম পচে যাচ্ছে তাই বিক্রির অপেক্ষায় বসে আছেন। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে জরিমানা নাকরে আম কিনে গরিব মানুষদের মাঝে বিতরণের ব্যবস্থা করি এবং তাকে সতর্ক করার পাশাপাশি খাদ্যসামগ্রী প্রদান হয়।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে