গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি রাখার অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে ‘শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য ২ সদস্য হলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ. কে. এম হারুন-উর-রশিদ ও একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন।
রোববার বিকেল ৪টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। তিনি বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, `আজ আমি নিজেই ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলাম। পাঠদানের শ্রেণিকক্ষটি আদর্শ শ্রেণিকক্ষ বলে মনে হয়নি আমার নিকট। কারণ আদর্শ শ্রেণি কক্ষে কখনো নলকূপ ও হ্যান্ডওয়াশ কর্নার থাকতে পারে না। সে কারণে ওই শ্রেণিকক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করি।' তবে ওই শ্রেণিকক্ষে কোনো শৌচাগার নেই বলেও জানান এ কর্মকর্তা।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে