Ajker Patrika

জুলুম, চাঁদাবাজি ও দখলদারি না করার অনুরোধ জামায়াত আমিরের

রংপুর প্রতিনিধি
জুলুম, চাঁদাবাজি ও দখলদারি না করার অনুরোধ জামায়াত আমিরের
রংপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জুলাই অভ্যুত্থানে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘খুনের ব্যাপারটাতে স্যরি বললে যায় না, প্রতিটি খুনের বিচার হতে হবে। এটা ইনসাফের দাবি। আবু সাঈদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল—“উই ওয়ান্ট জাস্টিস”। আমরা ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না। ন্যায়বিচারের দাবি হচ্ছে, প্রতিটি খুনের বিচার হতে হবে।’

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর নগরীর শহীদ আবু সাঈদ চত্বরে জামায়াতের মহানগর যুব বিভাগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘শহীদেরা চেয়েছিল একটি পরিচ্ছন্ন সমাজ। যেখানে চুরিচামারি, অপরাধ থাকবে না। চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন আর চলবে না। নতুন নতুন আর কোনো আয়নাঘর হবে না। তারা চেয়েছিল মানবিক ও সাম্যের বাংলাদেশ। আমাদের ৩৪ হাজার ভাইবোন ও সন্তান পঙ্গু হয়ে গেছে; ৫০২ জন গুলিবিদ্ধ হয়ে দুই চোখ হারিয়েছে; ৭০০ জনের অধিক মানুষের এক চোখ নষ্ট অন্য চোখটি ঝুঁকির মধ্যে পড়েছে। আড়াই শর বেশি মানুষের মেরুদণ্ডে গুলি লেগেছে, তারা এখন অবশ হয়ে ঘরে অথবা হাসপাতালের বিছানায়।’ 

ডা. শফিক বলেন, ‘এই পরিবর্তনের পর আমরা দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম তারা যেন শান্ত থাকে। ধৈর্য ধরে তারা যেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করে। দগদগে ঘা, শহীদের লাশ, চতুর্দিকে রক্ত, হাসপাতালের মর্গগুলোতে লাশের স্তূপ—এ সময় দেশের মানুষ ধৈর্যশীলের পরিচয় দিয়েছে। কোথাও কেউ জীবন, সম্পদ ও ইজ্জতের ওপর হাত দেয়নি। যারা ক্ষমতা থেকে চলে গেছে, তারা বলেছিল এই দল ক্ষমতা থেকে চলে গেলে দুই দিনে ৫ লাখ মানুষ হত্যা করা হবে। কিন্তু এতগুলো খুন কি হয়েছে? তারা খুনি হতে পারে, কিন্তু এ জাতি খুনি নয়। তারা চেয়েছিল লাখ লাখ মানুষকে খুন করে হলেও তাদের গদি টিকিয়ে রাখবে। যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে, এ রকম কুসন্তান থেকে এ জাতিকে যেন আল্লাহ রক্ষা করেন।’

রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘শহীদদের সম্মান দেখান। যাঁরা আহত হয়েছেন তাঁদের ত্যাগের প্রতি সম্মান দেখান। মানুষের ওপর জুলুম, মামলাবাণিজ্য, সমাজবিরোধী কোনো কাজ করবেন না, চাঁদাবাজি ও দখলদারি করবেন না।’

মহানগরের তাজহাট থানা জামায়াতের আমির মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল  হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান, মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, জেলা সেক্রেটারি এনামুল হক, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত