নীলফামারী প্রতিনিধি

মাদ্রাসাছাত্র অপহরণের পর দুর্ঘটনার কথা বলে পরিবারের কাছ থেকে টাকা আদায় করতেন আরিফ। অপহরণ চক্রের মূল হোতা। পুরো নাম আরিফুল ইসলাম আরিফ (৩৩)। বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
আজ সোমবার নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ১৪ মার্চ শহর থেকে সিরাজ-উদ-দৌলা শুভ (১৪) নামে এক মাদ্রাসাছাত্র অপহরণ হয়। সে শহরের উকিলপাড়ার মাহমুদ আলমের ছেলে। পরে তার মা–বাবার কাছ থেকে অপহরণকারী ১২ হাজার ৮০০ টাকা মুক্তিপণ আদায় করে।’
গোলাম সবুর বলেন, ‘অপহরণের বিষটি নিশ্চিত হয়ে রোববার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিরগঞ্জ শ্বশুরবাড়ি থেকে তাঁকে (আরিফ) গ্রেপ্তার করা হয়।
এর আগে (১৪ মার্চ) অপহৃতের বাবা বিষয়টি থানায় জানালে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পরদিন সৈয়দপুর রেলস্টেশন থেকে শুভকে উদ্ধার করা হয়। এ ঘটনার তদন্তকালে রংপুর রেলস্টেশন এলাকাতেও এমন ঘটনার খবর পাওয়া যায়। পরে অনুসন্ধান চালিয়ে অপহরণকারীর ছবি পুলিশের হাতে আসে। যে ছবিটি হুবহু আরিফের সঙ্গে মিলে যায়।
পুলিশ সুপার বলেন, ‘আরিফ মূলত বগুড়া, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার মাদ্রাসাছাত্রদের টার্গেট করত, যাদের নিজেদের কোনো মোবাইল ফোন নেই। তাদের অপহরণ করে মা–বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে দুর্ঘটনার কথা বলে চিকিৎসার জন্য বিভিন্নভাবে বিকাশ ও নগদে মুক্তিপণ আদায় করত।’
তিনি আরও বলেন, ‘আমি মা–বাবাদের অনুরোধ করব, এ রকম কোনো ফোনকল আপনাদের কাছে আসলে, আপনারা সন্তানের সঙ্গে কথা বলতে চাইবেন ও তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ও নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদ্রাসাছাত্র অপহরণের পর দুর্ঘটনার কথা বলে পরিবারের কাছ থেকে টাকা আদায় করতেন আরিফ। অপহরণ চক্রের মূল হোতা। পুরো নাম আরিফুল ইসলাম আরিফ (৩৩)। বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
আজ সোমবার নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ১৪ মার্চ শহর থেকে সিরাজ-উদ-দৌলা শুভ (১৪) নামে এক মাদ্রাসাছাত্র অপহরণ হয়। সে শহরের উকিলপাড়ার মাহমুদ আলমের ছেলে। পরে তার মা–বাবার কাছ থেকে অপহরণকারী ১২ হাজার ৮০০ টাকা মুক্তিপণ আদায় করে।’
গোলাম সবুর বলেন, ‘অপহরণের বিষটি নিশ্চিত হয়ে রোববার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিরগঞ্জ শ্বশুরবাড়ি থেকে তাঁকে (আরিফ) গ্রেপ্তার করা হয়।
এর আগে (১৪ মার্চ) অপহৃতের বাবা বিষয়টি থানায় জানালে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পরদিন সৈয়দপুর রেলস্টেশন থেকে শুভকে উদ্ধার করা হয়। এ ঘটনার তদন্তকালে রংপুর রেলস্টেশন এলাকাতেও এমন ঘটনার খবর পাওয়া যায়। পরে অনুসন্ধান চালিয়ে অপহরণকারীর ছবি পুলিশের হাতে আসে। যে ছবিটি হুবহু আরিফের সঙ্গে মিলে যায়।
পুলিশ সুপার বলেন, ‘আরিফ মূলত বগুড়া, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার মাদ্রাসাছাত্রদের টার্গেট করত, যাদের নিজেদের কোনো মোবাইল ফোন নেই। তাদের অপহরণ করে মা–বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে দুর্ঘটনার কথা বলে চিকিৎসার জন্য বিভিন্নভাবে বিকাশ ও নগদে মুক্তিপণ আদায় করত।’
তিনি আরও বলেন, ‘আমি মা–বাবাদের অনুরোধ করব, এ রকম কোনো ফোনকল আপনাদের কাছে আসলে, আপনারা সন্তানের সঙ্গে কথা বলতে চাইবেন ও তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ও নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে