ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ও র্যাবের পৃথক দুটি অভিযানে ৭৫ হাজার টাকার জাল নোট ও একটি টাকা তৈরির মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রাম থেকে তাঁদের আটক করে র্যাব। অপরদিকে একই ঘটনায় ওই দিন রাতভর অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকা থেকে ফুলবাড়ী থানা-পুলিশ জাল টাকা তৈরির মেশিনটি জব্দ করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে নিপ্পন রায় (২৭), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কর্পুরা কদমতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)। তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় নিপ্পন রায় ও হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৭৫টি ২০০ টাকা মূল্য মানের (৭৫ হাজার টাকা) জাল নোট জব্দ করে থানায় সোপর্দ করে।
এ ঘটনায় আজ শুক্রবার র্যাব-১৩, এর নায়েব সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।
অপরদিকে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরির মেশিনটি (ছোট প্রেস) উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে জাল নোটসহ তাঁদের থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে তাঁদের পাঠানো হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ও র্যাবের পৃথক দুটি অভিযানে ৭৫ হাজার টাকার জাল নোট ও একটি টাকা তৈরির মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রাম থেকে তাঁদের আটক করে র্যাব। অপরদিকে একই ঘটনায় ওই দিন রাতভর অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকা থেকে ফুলবাড়ী থানা-পুলিশ জাল টাকা তৈরির মেশিনটি জব্দ করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে নিপ্পন রায় (২৭), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কর্পুরা কদমতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)। তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় নিপ্পন রায় ও হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৭৫টি ২০০ টাকা মূল্য মানের (৭৫ হাজার টাকা) জাল নোট জব্দ করে থানায় সোপর্দ করে।
এ ঘটনায় আজ শুক্রবার র্যাব-১৩, এর নায়েব সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।
অপরদিকে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরির মেশিনটি (ছোট প্রেস) উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে জাল নোটসহ তাঁদের থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে তাঁদের পাঠানো হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩৮ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩ ঘণ্টা আগে