ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সামনে দায়িত্বরত ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা ২টার দিকে উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় মুহাম্মদ রকিবুল হাসান বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনা নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে এবার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ৪ হাজার ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের দায়িত্বে ছিলেন মুহাম্মদ রকিবুল হাসান। পরিষদের ভেতরে চাল বিতরণ প্রায় শেষের দিকে এমন সময় হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তের আঘাতে রকিবুল হাসান আহত হন।
উপজেলা সমবায় কর্মকর্তা (ট্যাগ অফিসার) মুহাম্মদ রকিবুল হাসান বলেন, ‘চাল বিতরণের সময় পরিষদের চেয়ারম্যানের সামনে কয়েকজন যুবক হট্টগোল ও হাতাহাতি শুরু করে আমি পরিবেশ শান্ত করার লক্ষ্যে উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এ অবস্থায় কয়েকজন যুবক দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে আমার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’
এ বিষয়ে উপজেলার দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডলের সঙ্গে মোবাইল নম্বরে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।
ওসি মমতাজুল হক বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তিনজনের নাম উল্লেখসহ তিন-চারজনকে অজ্ঞাতনামা করে উপজেলা ট্যাগ অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থল থেকে ট্যাগ অফিসারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনাজপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সামনে দায়িত্বরত ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা ২টার দিকে উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় মুহাম্মদ রকিবুল হাসান বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনা নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে এবার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ৪ হাজার ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের দায়িত্বে ছিলেন মুহাম্মদ রকিবুল হাসান। পরিষদের ভেতরে চাল বিতরণ প্রায় শেষের দিকে এমন সময় হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তের আঘাতে রকিবুল হাসান আহত হন।
উপজেলা সমবায় কর্মকর্তা (ট্যাগ অফিসার) মুহাম্মদ রকিবুল হাসান বলেন, ‘চাল বিতরণের সময় পরিষদের চেয়ারম্যানের সামনে কয়েকজন যুবক হট্টগোল ও হাতাহাতি শুরু করে আমি পরিবেশ শান্ত করার লক্ষ্যে উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এ অবস্থায় কয়েকজন যুবক দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে আমার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’
এ বিষয়ে উপজেলার দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডলের সঙ্গে মোবাইল নম্বরে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।
ওসি মমতাজুল হক বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তিনজনের নাম উল্লেখসহ তিন-চারজনকে অজ্ঞাতনামা করে উপজেলা ট্যাগ অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থল থেকে ট্যাগ অফিসারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে