
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় এক স্থানে একই সময়ে দুই গ্রুপের সমাবেশ আহ্বান করায় আজ বৃহস্পতিবার উপজেলাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ সোনাহাট স্থলবন্দরে পাল্টাপাল্টি সমাবেশের আহ্বান করেছে।
১৪৪ ধারা জারির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। তিনি বলেন, সোনাহাট স্থল বন্দর সীমান্তবর্তী এলাকা। একই স্থানে দুই গ্রুপের কর্মসূচির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যথেষ্ট আশঙ্কা থাকায় ১৪৪ ধার জারি করা হয়েছে।
সোনাহাট স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাথর ও কয়লা আমদানি করা হয়। সরকারি রাজস্ব আহরণে সোনাহাট স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাল্টাপাল্টি সমাবেশের কারণে সরকারি স্বার্থে ব্যাঘাত ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।
এ সময় ভূরুঙ্গামারীতে সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা এর বেশি সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহিন শিকদার বলেন, গতকাল বুধবার সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের পর এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তবে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা বলেন, সোনাহাট স্থল বন্দরে বিএনপির কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। শুনছি ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ১৪৪ ধারা চলমান থাকলে কর্মী সমাবেশ করা হবে না।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে। সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৭ মিনিট আগে