Ajker Patrika

বোচাগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৭: ২২
বোচাগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বাবা তালা কিস্কুকে হত্যার দায়ে ছেলে বৈদ্দ কিস্কুর (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় দেন। এ ছাড়া ১২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসীপাড়ায় পারিবারিক কলহের জেরে বৈদ্দ কিস্কু তাঁর মা ও বাবাকে এলোপাতাড়ি মারধর করেন।

এ সময় বাবা তালা কিস্কু প্রতিবাদ করলে বৈদ্দ কিস্কুর কোমরে থাকা ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তালা কিস্কুর মৃত্যু হয়। পরে সুমি হাসদা বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি বলেন, দীর্ঘ প্রায় পাঁচ বছর পর এই মামলার বিচার সম্পন্ন হলো। মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলেও জানান এই আইনজীবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত