বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

উত্তর জনপদের দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত তিন দিনে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। যেন পালা দিয়ে বাড়ছে শীত জনিত রোগ ডায়রিয়া ও সর্দি-কাশি। ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শাহরিয়ার পারভেজ বলেন, কিছুদিন আগে শীতের প্রভাব কম থাকায় আগে শীত জনিত রোগীর সংখ্যা ছিল কম। গত ৩-৪ দিন থেকে প্রচণ্ড শীতে হাসপাতালে ডায়রিয়া ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে অনেক রোগী আসছে। প্রতিদিন গড়ে ১৮-২০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিতে আসছে। যারা কম সংক্রমিত তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।
অপরদিকে বহির্বিভাগে প্রতিদিন ৩০-৩৫ জন করে সর্দি-কাশি আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। আরএমও আরও জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে চাহিদা পত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গতকাল শনিবার ও আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতি ছিল ১ নটস।
এই আবহাওয়া কর্মকর্তা আরও জানান, এই আবহাওয়া আরও ২-৩ দিন থাকতে পারে।
ছবি ক্যাপশন-ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

উত্তর জনপদের দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত তিন দিনে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। যেন পালা দিয়ে বাড়ছে শীত জনিত রোগ ডায়রিয়া ও সর্দি-কাশি। ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শাহরিয়ার পারভেজ বলেন, কিছুদিন আগে শীতের প্রভাব কম থাকায় আগে শীত জনিত রোগীর সংখ্যা ছিল কম। গত ৩-৪ দিন থেকে প্রচণ্ড শীতে হাসপাতালে ডায়রিয়া ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে অনেক রোগী আসছে। প্রতিদিন গড়ে ১৮-২০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিতে আসছে। যারা কম সংক্রমিত তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।
অপরদিকে বহির্বিভাগে প্রতিদিন ৩০-৩৫ জন করে সর্দি-কাশি আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। আরএমও আরও জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে চাহিদা পত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গতকাল শনিবার ও আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতি ছিল ১ নটস।
এই আবহাওয়া কর্মকর্তা আরও জানান, এই আবহাওয়া আরও ২-৩ দিন থাকতে পারে।
ছবি ক্যাপশন-ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে