ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসা অজ্ঞাত এক ভারতীয় যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আজ বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ডিমলা থানা-পুলিশ ওই যুবকের লাশ ভারতের সিংপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর সীমান্ত গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ৭৯৭ / ১ এর ১১ নম্বর পিলারের পাশে জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি পক্ষের নেতৃত্ব দেন রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ থানারহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক।
অপরদিকে বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন ভারতের কুচবিহারের অধীনস্থ সিংপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সন্জয় কুমার। এরপর ডিমলা থানার ওসি লাইছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অজ্ঞাত যুবকের লাশ হস্তান্তর করেন।
থানার হাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক বলেন, তিস্তা নদীতে ভাসতে ভাসতে যুবকের লাশ বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছে। এ অবস্থায় ভারতের বিএসএফ থেকে বিজিবিকে জানানো হয় লাশটি ভারতীয় নাগরিক। তারা লাশ ফেরত দেওয়ার অনুরোধ জানান। তবে লাশের পরিচয় জানা যায়নি।

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসা অজ্ঞাত এক ভারতীয় যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আজ বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ডিমলা থানা-পুলিশ ওই যুবকের লাশ ভারতের সিংপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর সীমান্ত গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ৭৯৭ / ১ এর ১১ নম্বর পিলারের পাশে জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি পক্ষের নেতৃত্ব দেন রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ থানারহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক।
অপরদিকে বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন ভারতের কুচবিহারের অধীনস্থ সিংপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সন্জয় কুমার। এরপর ডিমলা থানার ওসি লাইছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অজ্ঞাত যুবকের লাশ হস্তান্তর করেন।
থানার হাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক বলেন, তিস্তা নদীতে ভাসতে ভাসতে যুবকের লাশ বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছে। এ অবস্থায় ভারতের বিএসএফ থেকে বিজিবিকে জানানো হয় লাশটি ভারতীয় নাগরিক। তারা লাশ ফেরত দেওয়ার অনুরোধ জানান। তবে লাশের পরিচয় জানা যায়নি।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে