দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনের মেকানিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশন থেকে কোনো সমস্যা ছাড়াই পরবর্তী স্টেশন ফুলবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর রাত ১০টা ২৮ মিনিটের দিকে ট্রেনটি ফুলবাড়ীর আউটার সিগন্যালে পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের (গ-বগি) পেছনের অংশে আগুন দেখতে পান এক যাত্রী।
বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাৎক্ষণিক ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়। পরে ১০টা ৪২ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাকার সঙ্গে ব্রেক লেগে যাওয়ায় লাইনের সঙ্গে ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রহমান বিন শামস নামে ট্রেনের এক যাত্রী জানান, ‘হঠাৎ ট্রেন থামলে কিছু লোককে আগুন আগুন বলতে শুনি। নিচে নেমে দেখি চাকার সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
পার্বতীপুরের স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, পার্বতীপুর থেকে ট্রেনটি ভালোভাবেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে, ব্রেক সিস্টেমে সমস্যার কারণে এ ধরনের ঘটনা মাঝেমধ্যে হয়ে থাকে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনের মেকানিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশন থেকে কোনো সমস্যা ছাড়াই পরবর্তী স্টেশন ফুলবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর রাত ১০টা ২৮ মিনিটের দিকে ট্রেনটি ফুলবাড়ীর আউটার সিগন্যালে পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের (গ-বগি) পেছনের অংশে আগুন দেখতে পান এক যাত্রী।
বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাৎক্ষণিক ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়। পরে ১০টা ৪২ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাকার সঙ্গে ব্রেক লেগে যাওয়ায় লাইনের সঙ্গে ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রহমান বিন শামস নামে ট্রেনের এক যাত্রী জানান, ‘হঠাৎ ট্রেন থামলে কিছু লোককে আগুন আগুন বলতে শুনি। নিচে নেমে দেখি চাকার সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
পার্বতীপুরের স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, পার্বতীপুর থেকে ট্রেনটি ভালোভাবেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে, ব্রেক সিস্টেমে সমস্যার কারণে এ ধরনের ঘটনা মাঝেমধ্যে হয়ে থাকে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে