প্রতিনিধি, রংপুর

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একদিনের ব্যবধানে আবার বেড়েছে। বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার ১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া একই সময়ে নতুন করে ৬৫৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সারা দিনে বিভাগে দুই হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। এ সময়ে এক হাজার ৮০ জন রোগী সুস্থ হয়েছেন।
নতুন মৃতদের মধ্যে রংপুরে পাঁচ, ঠাকুরগাঁওয়ে পাঁচ, কুড়িগ্রামে দুই, দিনাজপুরে দুই এবং লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।
শনাক্তদের মধ্যে রংপুরের ১৮৬ জন, গাইবান্ধার ৮৫ জন, ঠাকুরগাঁওয়ের ৭৭ জন, কুড়িগ্রামের ৭৬ জন, পঞ্চগড়ের ৭৬ জন, দিনাজপুরের ৬৯ জন, নীলফামারীর ৬৪ জন ও লালমনিরহাটের ২৪ জন রয়েছেন।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮২ জনে। মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দিনাজপুর। জেলায় মারা গেছেন ২৬২ জন। এর পরের অবস্থানে রয়েছে রংপুর ও ঠাকুরগাঁও। জেলা দুটোয় যথাক্রমে ১৮৯ ও ১৭০ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৪, লালমনিরহাটে ৫৩, কুড়িগ্রামে ৪২ ও গাইবান্ধায় ৪১ জন মারা গেছেন।
গত বছর করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে দুই লাখ ১০ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪২ হাজার ২৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়।

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একদিনের ব্যবধানে আবার বেড়েছে। বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার ১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া একই সময়ে নতুন করে ৬৫৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সারা দিনে বিভাগে দুই হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। এ সময়ে এক হাজার ৮০ জন রোগী সুস্থ হয়েছেন।
নতুন মৃতদের মধ্যে রংপুরে পাঁচ, ঠাকুরগাঁওয়ে পাঁচ, কুড়িগ্রামে দুই, দিনাজপুরে দুই এবং লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।
শনাক্তদের মধ্যে রংপুরের ১৮৬ জন, গাইবান্ধার ৮৫ জন, ঠাকুরগাঁওয়ের ৭৭ জন, কুড়িগ্রামের ৭৬ জন, পঞ্চগড়ের ৭৬ জন, দিনাজপুরের ৬৯ জন, নীলফামারীর ৬৪ জন ও লালমনিরহাটের ২৪ জন রয়েছেন।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮২ জনে। মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দিনাজপুর। জেলায় মারা গেছেন ২৬২ জন। এর পরের অবস্থানে রয়েছে রংপুর ও ঠাকুরগাঁও। জেলা দুটোয় যথাক্রমে ১৮৯ ও ১৭০ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৪, লালমনিরহাটে ৫৩, কুড়িগ্রামে ৪২ ও গাইবান্ধায় ৪১ জন মারা গেছেন।
গত বছর করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে দুই লাখ ১০ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪২ হাজার ২৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২১ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে