ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ইসলাম পরিবহন নামের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে।
বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত রয়েছে। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
নিহত হামিদের ছোট ভাই রশিদুল বলেন, ‘আজ সকালে আমার ভাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বড় ভাই। তাঁর অসময়ে চলে যাওয়ায় আমাদের কী হবে জানি না!’
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ইসলাম পরিবহন নামে বাসটি পঞ্চগড়-তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে চালক গাড়িটির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ইসলাম পরিবহন নামের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে।
বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত রয়েছে। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
নিহত হামিদের ছোট ভাই রশিদুল বলেন, ‘আজ সকালে আমার ভাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বড় ভাই। তাঁর অসময়ে চলে যাওয়ায় আমাদের কী হবে জানি না!’
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ইসলাম পরিবহন নামে বাসটি পঞ্চগড়-তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে চালক গাড়িটির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে