কুড়িগ্রাম প্রতিনিধি

উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময় পানির সমতল কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে অববাহিকার পাঁচ জেলার তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজ বুধবার পাউবো কুড়িগ্রাম থেকে পাঠানো এক বার্তা থেকে এসব পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা অববাহিকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে রংপুর বিভাগের নদীসমূহের পানি আগামী তিন দিন বাড়তে পারে। এ সময় তিস্তা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। বুধবার বেলা ৩টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে কমতির দিকে ছিল এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আগামী তিন দিন বৃষ্টির কারণে পানি বেড়ে বন্যার সৃষ্টি হতে পারে।
পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও আগামী চার দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই নদের প্রবাহ বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। তিস্তাতীরে ভাঙন ঝুঁকি রোধে আমাদের কাজ চলমান রয়েছে। রাজারহাটের তিস্তা তীরবর্তী ডাঙরারহাট এলাকায় প্রায় ৮০০ মিটার স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখান জরুরি ভিত্তিতে কাজ করতে চাহিদা পাঠানো হয়েছে।’

উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময় পানির সমতল কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে অববাহিকার পাঁচ জেলার তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজ বুধবার পাউবো কুড়িগ্রাম থেকে পাঠানো এক বার্তা থেকে এসব পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা অববাহিকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে রংপুর বিভাগের নদীসমূহের পানি আগামী তিন দিন বাড়তে পারে। এ সময় তিস্তা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। বুধবার বেলা ৩টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে কমতির দিকে ছিল এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আগামী তিন দিন বৃষ্টির কারণে পানি বেড়ে বন্যার সৃষ্টি হতে পারে।
পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও আগামী চার দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই নদের প্রবাহ বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। তিস্তাতীরে ভাঙন ঝুঁকি রোধে আমাদের কাজ চলমান রয়েছে। রাজারহাটের তিস্তা তীরবর্তী ডাঙরারহাট এলাকায় প্রায় ৮০০ মিটার স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখান জরুরি ভিত্তিতে কাজ করতে চাহিদা পাঠানো হয়েছে।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৬ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১৯ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
২৭ মিনিট আগে