কুড়িগ্রাম প্রতিনিধি

উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময় পানির সমতল কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে অববাহিকার পাঁচ জেলার তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজ বুধবার পাউবো কুড়িগ্রাম থেকে পাঠানো এক বার্তা থেকে এসব পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা অববাহিকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে রংপুর বিভাগের নদীসমূহের পানি আগামী তিন দিন বাড়তে পারে। এ সময় তিস্তা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। বুধবার বেলা ৩টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে কমতির দিকে ছিল এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আগামী তিন দিন বৃষ্টির কারণে পানি বেড়ে বন্যার সৃষ্টি হতে পারে।
পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও আগামী চার দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই নদের প্রবাহ বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। তিস্তাতীরে ভাঙন ঝুঁকি রোধে আমাদের কাজ চলমান রয়েছে। রাজারহাটের তিস্তা তীরবর্তী ডাঙরারহাট এলাকায় প্রায় ৮০০ মিটার স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখান জরুরি ভিত্তিতে কাজ করতে চাহিদা পাঠানো হয়েছে।’

উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময় পানির সমতল কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে অববাহিকার পাঁচ জেলার তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজ বুধবার পাউবো কুড়িগ্রাম থেকে পাঠানো এক বার্তা থেকে এসব পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা অববাহিকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে রংপুর বিভাগের নদীসমূহের পানি আগামী তিন দিন বাড়তে পারে। এ সময় তিস্তা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। বুধবার বেলা ৩টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে কমতির দিকে ছিল এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আগামী তিন দিন বৃষ্টির কারণে পানি বেড়ে বন্যার সৃষ্টি হতে পারে।
পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও আগামী চার দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই নদের প্রবাহ বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। তিস্তাতীরে ভাঙন ঝুঁকি রোধে আমাদের কাজ চলমান রয়েছে। রাজারহাটের তিস্তা তীরবর্তী ডাঙরারহাট এলাকায় প্রায় ৮০০ মিটার স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখান জরুরি ভিত্তিতে কাজ করতে চাহিদা পাঠানো হয়েছে।’

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৬ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩০ মিনিট আগে