চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে মাঘের শীতের দাপট যেন কোনোভাবেই কমছে না। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিলমারীতে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ রোববার সকাল ৭টায় রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরের পর সূর্যের আলো দেখা গেলেও তাপমাত্রা তেমন বাড়েনি। ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজ করতে বের হয়ে পড়ছেন ভোগান্তিতে। অনেকেই আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন।
রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘দুই হাত-পা ঠান্ডা লাগি আইসে। খুব কষ্ট করি জমিত যাওয়া লাগে। এত ঠান্ডা আর ভালো লাগে না। ১০-১৫ বছরের মধ্যে এমন ঠান্ডা আছিলনে।’
এ পর্যন্ত শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে তীব্র শীতে অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও হাসপাতালের চিকিৎসকদের। শিশু ও বয়স্করা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হওয়ায় তাঁদের ঠান্ডা থেকে দূরে রাখাসহ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ রোববার সকাল ৭টায় জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু-এক দিন তাপমাত্রা কমে পরিস্থিতির উন্নতি হয়ে স্বাভাবিক হতে পারে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও) মো. মোশাররফ হোসেন বলেন, ৪ হাজার ৫০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে, যা ইতিমধ্যে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, সরকারিভাবে পাওয়া শীতবস্ত্র ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে মাঘের শীতের দাপট যেন কোনোভাবেই কমছে না। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিলমারীতে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ রোববার সকাল ৭টায় রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরের পর সূর্যের আলো দেখা গেলেও তাপমাত্রা তেমন বাড়েনি। ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজ করতে বের হয়ে পড়ছেন ভোগান্তিতে। অনেকেই আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন।
রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘দুই হাত-পা ঠান্ডা লাগি আইসে। খুব কষ্ট করি জমিত যাওয়া লাগে। এত ঠান্ডা আর ভালো লাগে না। ১০-১৫ বছরের মধ্যে এমন ঠান্ডা আছিলনে।’
এ পর্যন্ত শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে তীব্র শীতে অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও হাসপাতালের চিকিৎসকদের। শিশু ও বয়স্করা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হওয়ায় তাঁদের ঠান্ডা থেকে দূরে রাখাসহ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ রোববার সকাল ৭টায় জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু-এক দিন তাপমাত্রা কমে পরিস্থিতির উন্নতি হয়ে স্বাভাবিক হতে পারে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও) মো. মোশাররফ হোসেন বলেন, ৪ হাজার ৫০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে, যা ইতিমধ্যে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, সরকারিভাবে পাওয়া শীতবস্ত্র ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে