বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের ছেলে দিনাজপুর জেলা পরিষদ সদস্য আরমান হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নিজ গ্রামের বাড়ি ইছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নেওয়ার জন্য ঢাকায় যান। ঢাকায় অবস্থানকালে শারীরিক অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন ২৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
আব্দুল মালেক সরকার ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০, ২০০৯ ও ২০১৯ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে তিনবারে চেয়ারম্যান ছিলেন। ১৯৮৩ সালে কাহারোল উপজেলার ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৭৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ১৮ বছর কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের ছেলে দিনাজপুর জেলা পরিষদ সদস্য আরমান হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নিজ গ্রামের বাড়ি ইছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নেওয়ার জন্য ঢাকায় যান। ঢাকায় অবস্থানকালে শারীরিক অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন ২৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
আব্দুল মালেক সরকার ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০, ২০০৯ ও ২০১৯ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে তিনবারে চেয়ারম্যান ছিলেন। ১৯৮৩ সালে কাহারোল উপজেলার ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৭৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ১৮ বছর কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২০ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
২৪ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে