ঠাকুরগাঁও প্রতিনিধি

এক সপ্তাহ আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হওয়া তরমুজের দাম এখন অর্ধেকে নেমে এসেছে। মৌসুমি এ ফলটির ক্রেতাসংকটে এবার বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ আসছে ঠাকুরগাঁওয়ের হাট-বাজারে। এতে বেড়েছে তরমুজের সরবরাহ। কমেছে দাম। তবে মিলছে না পর্যাপ্ত ক্রেতা।
আজ বুধবার পৌর শহরের বিভিন্ন বাজারে তরমুজের বাজার দর ছিল কেজিতে ৩৫-৪০ টাকায়। একই তরমুজ সাত দিন আগে বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৯০-১০০ টাকা পর্যন্ত।
শহরের সত্যপীর বাজারের তরমুজ ব্যবসায়ী জামিরুল ইসলাম বলেন, ‘১০ দিন আগে সাতক্ষীরা থেকে তিন ট্রাক তরমুজ ৫০ টাকা কেজি দরে কিনে এনেছিলাম। এখন কেজিতে ১০ টাকা করে কমেছে। বড় লোকসানের মুখে তরমুজগুলো বিক্রি করে দিচ্ছি।’
শহরের রোড এলাকার আরেক তরমুজ ব্যবসায়ী হালিম উদ্দিন বলেন, ‘বিক্রি ও দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।’
বর্তমানে আড়তে আমদানি বেশি ও বাজারে চাহিদা কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম কমেছে। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বলেন ব্যবসায়ী মিজানুর।
তরমুজ কিনতে আসা শাহীন আক্তার বলেন, ‘গত কয়েক দিনে তরমুজের দাম একটু বেশি ছিল। এখন দাম কম হওয়ায় ৩৫ টাকা কেজি দরে ৭ কেজি ওজনের একটা তরমুজ কিনেছি।’
পৌর শহরের কালিবাড়ী বাজারে তরমুজ কিনতে আসা রমজান আলী বলেন, ‘কিছুদিন আগেও তরমুজের দাম দ্বিগুণ ছিল। বেশি দামের কারণে গত ১০ দিনে তরমুজ কেনা হয়নি। দাম কমে গেছে শুনে তরমুজ কিনতে এসেছেন।’
পৌর শহরের জমিদারপাড়া মহল্লার মহসিন আলী নামে আরও এক ক্রেতা বলেন, অপরিপক্ব তরমুজে ছেয়ে গেছে পুরো বাজার, যার কারণে তরমুজ কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, চলতি মৌসুমে এ জেলায় ৪০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরমুজ নিয়ে আসছেন। এ মুহূর্তে বাজারে এ ফলটির সরবরাহ বেশি। এতে দাম কমে গেছে।

এক সপ্তাহ আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হওয়া তরমুজের দাম এখন অর্ধেকে নেমে এসেছে। মৌসুমি এ ফলটির ক্রেতাসংকটে এবার বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ আসছে ঠাকুরগাঁওয়ের হাট-বাজারে। এতে বেড়েছে তরমুজের সরবরাহ। কমেছে দাম। তবে মিলছে না পর্যাপ্ত ক্রেতা।
আজ বুধবার পৌর শহরের বিভিন্ন বাজারে তরমুজের বাজার দর ছিল কেজিতে ৩৫-৪০ টাকায়। একই তরমুজ সাত দিন আগে বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৯০-১০০ টাকা পর্যন্ত।
শহরের সত্যপীর বাজারের তরমুজ ব্যবসায়ী জামিরুল ইসলাম বলেন, ‘১০ দিন আগে সাতক্ষীরা থেকে তিন ট্রাক তরমুজ ৫০ টাকা কেজি দরে কিনে এনেছিলাম। এখন কেজিতে ১০ টাকা করে কমেছে। বড় লোকসানের মুখে তরমুজগুলো বিক্রি করে দিচ্ছি।’
শহরের রোড এলাকার আরেক তরমুজ ব্যবসায়ী হালিম উদ্দিন বলেন, ‘বিক্রি ও দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।’
বর্তমানে আড়তে আমদানি বেশি ও বাজারে চাহিদা কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম কমেছে। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বলেন ব্যবসায়ী মিজানুর।
তরমুজ কিনতে আসা শাহীন আক্তার বলেন, ‘গত কয়েক দিনে তরমুজের দাম একটু বেশি ছিল। এখন দাম কম হওয়ায় ৩৫ টাকা কেজি দরে ৭ কেজি ওজনের একটা তরমুজ কিনেছি।’
পৌর শহরের কালিবাড়ী বাজারে তরমুজ কিনতে আসা রমজান আলী বলেন, ‘কিছুদিন আগেও তরমুজের দাম দ্বিগুণ ছিল। বেশি দামের কারণে গত ১০ দিনে তরমুজ কেনা হয়নি। দাম কমে গেছে শুনে তরমুজ কিনতে এসেছেন।’
পৌর শহরের জমিদারপাড়া মহল্লার মহসিন আলী নামে আরও এক ক্রেতা বলেন, অপরিপক্ব তরমুজে ছেয়ে গেছে পুরো বাজার, যার কারণে তরমুজ কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, চলতি মৌসুমে এ জেলায় ৪০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরমুজ নিয়ে আসছেন। এ মুহূর্তে বাজারে এ ফলটির সরবরাহ বেশি। এতে দাম কমে গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে