রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। এতে ৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আপিলের পর সেই ৩৬ জন কাউন্সিলরের ২২ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
আজ বুধবার বিকেলে রসিক নির্বাচনের রির্টানিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, হলফনামায় ত্রুটি, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৬৯ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়।
যাচাই-বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষ করে সাধারণ কাউন্সিলর পদে ১৬৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এ ছাড়া মনোনয়নপত্রে ত্রুটি না থাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিশ, জাকের পার্টি ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এরপর রসিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটিপূর্ণ মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এ সময়ের মধ্যে মনোনয়ন বাতিল হওয়া ৩৬ জনের মধ্যে ৩৩ জন আপিল করেন।
বুধবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলের শুনানি শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধতা পায়। অপরদিকে আপিলের পরও ১২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
রসিক নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন বলেন, যাচাই-বাছাই শেষে ৩৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ৩৩ জন আপিল করেন। আপিল শুনানি শেষে ২২ জনের মনোনয়ন বৈধতা পায়। ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। এতে ৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আপিলের পর সেই ৩৬ জন কাউন্সিলরের ২২ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
আজ বুধবার বিকেলে রসিক নির্বাচনের রির্টানিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, হলফনামায় ত্রুটি, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৬৯ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়।
যাচাই-বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষ করে সাধারণ কাউন্সিলর পদে ১৬৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এ ছাড়া মনোনয়নপত্রে ত্রুটি না থাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিশ, জাকের পার্টি ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এরপর রসিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটিপূর্ণ মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এ সময়ের মধ্যে মনোনয়ন বাতিল হওয়া ৩৬ জনের মধ্যে ৩৩ জন আপিল করেন।
বুধবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলের শুনানি শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধতা পায়। অপরদিকে আপিলের পরও ১২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
রসিক নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন বলেন, যাচাই-বাছাই শেষে ৩৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ৩৩ জন আপিল করেন। আপিল শুনানি শেষে ২২ জনের মনোনয়ন বৈধতা পায়। ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৬ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে