গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরে কোটা আন্দোলনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হওয়া সংঘর্ষে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষার্থী ভালো আছে। তবে চোখের নিচে রাবার বুলেটের আঘাত পেয়েছেন। মাথায় আঘাত রয়েছে।
রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২৫) নিহত হয়েছেন। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এলাকা। এ ঘটনার সময় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন দাবিতে এক কিশোরীর ছবি ফেসবুকে ভাইরাল হয়।
পরে নিজেই গণমাধ্যমের সঙ্গে কথা বলে সেই শিক্ষার্থী। তার নাম মেফতাউল জান্নাত মিতা (১৭)। তিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে।
মেফতাউল জান্নাত মিতা (১৭) রংপুরের আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলামের মেয়ে। সে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে। বর্তমানে বেগম রোকেয়া কলেজের ছাত্রী। তার বাড়ি রংপুর সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের কোবারু কলেজপাড়া এলাকায়।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় তার বাড়িতে গেলে মেফতাউল জান্নাত মিতা আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সময় আমি বেগম রোকেয়ার এক নম্বর গেটের সামনে ছিলাম। সামনে সিনিয়র ভাইয়েরা ছিল। যে সময় পুলিশে গুলি ছোড়ে, বড় ভাইয়েরা আমাদের যেন ক্ষতি না হয় সে জন্য অন্যদিকে নিয়ে যায়। যাওয়ার সময়ই আমার শরীরে পুলিশের গুলি লাগে। পরে আমি পার্কের মোড়ে একটি বাসায় প্রাথমিক চিকিৎসা নিই। বিকেল ৫টায় আমার বাবা-মা বাসায় নিয়ে আসে। এখন একটু সুস্থ আছি।'
এময় মিতা বলে, বারবার আমাদের মিসগাইড করতেছে। আমরা নাকি কোটা বাতিল চাইতেছি। আমরা কখনো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না। আমাদের মাঝেও মুক্তিযুদ্ধের চেতনা আছে। আমরা চাই না মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বন্ধ হোক। আমরা চেয়েছি কোটা সংস্কার।
মিতার বাবা মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আমার এক সহকর্মী আমাকে ফেসবুকে ছবি পাঠিয়ে দিয়ে বললেন, এটা আপনার মেয়ে না? এখন দেখেন তো আপনার মেয়ে কোথায় আছে? সম্ভবত আপনার মেয়ে পুলিশের গুলিতে মারা গেছে! তখন আমি হতাশ হয়ে আমার মেয়ের খোঁজ করি। খোঁজ করার পর বিকেল ৪টার সময় আমার মেয়েকে তার বান্ধবীদেরসহ রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় পাই। পরে বাড়িতে নিয়ে আসি। এখন সে সুস্থ আছে।'
গণমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারের মিতা বলে, ‘আমার নাম মিফতাহুল জান্নাত মিতা। বেরোবির কোটা বিরোধী আন্দোলনে আমার মৃত্যুর একটি গুজব ছড়িয়েছে। আমি বর্তমানে ঠিক আছে। আমি আন্দোলনে ছিলাম এবং সামনের সারিতেই ছিলাম। তখন আমরা বেরোবির ১ নম্বর গেটে অবস্থান করছিলাম। পুলিশ হঠাৎ আমাদের দিকে রাবার বুলেট ছোড়া শুরু করে। আমার দুটি রাবার বুলেট লাগে। আমার চোখের ওপরে এবং নিচে গুলি লাগে। আমি আপাতত ঠিক আছি।’
মিতা আরও বলেন, ‘আমার দাবি একটাই, আমি যখন রক্ত দিয়েছি, আরও রক্ত দিতে প্রস্তুত। আমি এই আন্দোলনের শেষ দেখতে চাই। আমি আমার ন্যায্য অধিকার চাই। মুক্তিযোদ্ধারা যেই চেতনা দিয়ে গেছেন, আমি সেই চেতনায় বাঁচতে চাই। আমার দেশের মুক্তিযোদ্ধারা বৈষম্য নিয়ে যুদ্ধ করার পরেও কেন এখন তাঁদের নামে বৈষম্য করা হচ্ছে? আমি চাই এই বৈষম্য দূর হোক, সবাই সমান অধিকার পাক। আমি আবারও আন্দোলনে নামব। শুধুমাত্র রাবারের গুলি দিয়ে আমাকে থামিয়ে রাখা যাবে না। আমি আবারও রাজপথে নামব। দরকার হলে আবারও রক্ত দিব। সবাই আমাদের সমর্থন দেবেন এবং এটাকে গণ অভ্যুত্থানে রূপ দেন।’

রংপুরে কোটা আন্দোলনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হওয়া সংঘর্ষে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষার্থী ভালো আছে। তবে চোখের নিচে রাবার বুলেটের আঘাত পেয়েছেন। মাথায় আঘাত রয়েছে।
রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২৫) নিহত হয়েছেন। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এলাকা। এ ঘটনার সময় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন দাবিতে এক কিশোরীর ছবি ফেসবুকে ভাইরাল হয়।
পরে নিজেই গণমাধ্যমের সঙ্গে কথা বলে সেই শিক্ষার্থী। তার নাম মেফতাউল জান্নাত মিতা (১৭)। তিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে।
মেফতাউল জান্নাত মিতা (১৭) রংপুরের আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলামের মেয়ে। সে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে। বর্তমানে বেগম রোকেয়া কলেজের ছাত্রী। তার বাড়ি রংপুর সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের কোবারু কলেজপাড়া এলাকায়।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় তার বাড়িতে গেলে মেফতাউল জান্নাত মিতা আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সময় আমি বেগম রোকেয়ার এক নম্বর গেটের সামনে ছিলাম। সামনে সিনিয়র ভাইয়েরা ছিল। যে সময় পুলিশে গুলি ছোড়ে, বড় ভাইয়েরা আমাদের যেন ক্ষতি না হয় সে জন্য অন্যদিকে নিয়ে যায়। যাওয়ার সময়ই আমার শরীরে পুলিশের গুলি লাগে। পরে আমি পার্কের মোড়ে একটি বাসায় প্রাথমিক চিকিৎসা নিই। বিকেল ৫টায় আমার বাবা-মা বাসায় নিয়ে আসে। এখন একটু সুস্থ আছি।'
এময় মিতা বলে, বারবার আমাদের মিসগাইড করতেছে। আমরা নাকি কোটা বাতিল চাইতেছি। আমরা কখনো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না। আমাদের মাঝেও মুক্তিযুদ্ধের চেতনা আছে। আমরা চাই না মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বন্ধ হোক। আমরা চেয়েছি কোটা সংস্কার।
মিতার বাবা মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আমার এক সহকর্মী আমাকে ফেসবুকে ছবি পাঠিয়ে দিয়ে বললেন, এটা আপনার মেয়ে না? এখন দেখেন তো আপনার মেয়ে কোথায় আছে? সম্ভবত আপনার মেয়ে পুলিশের গুলিতে মারা গেছে! তখন আমি হতাশ হয়ে আমার মেয়ের খোঁজ করি। খোঁজ করার পর বিকেল ৪টার সময় আমার মেয়েকে তার বান্ধবীদেরসহ রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় পাই। পরে বাড়িতে নিয়ে আসি। এখন সে সুস্থ আছে।'
গণমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারের মিতা বলে, ‘আমার নাম মিফতাহুল জান্নাত মিতা। বেরোবির কোটা বিরোধী আন্দোলনে আমার মৃত্যুর একটি গুজব ছড়িয়েছে। আমি বর্তমানে ঠিক আছে। আমি আন্দোলনে ছিলাম এবং সামনের সারিতেই ছিলাম। তখন আমরা বেরোবির ১ নম্বর গেটে অবস্থান করছিলাম। পুলিশ হঠাৎ আমাদের দিকে রাবার বুলেট ছোড়া শুরু করে। আমার দুটি রাবার বুলেট লাগে। আমার চোখের ওপরে এবং নিচে গুলি লাগে। আমি আপাতত ঠিক আছি।’
মিতা আরও বলেন, ‘আমার দাবি একটাই, আমি যখন রক্ত দিয়েছি, আরও রক্ত দিতে প্রস্তুত। আমি এই আন্দোলনের শেষ দেখতে চাই। আমি আমার ন্যায্য অধিকার চাই। মুক্তিযোদ্ধারা যেই চেতনা দিয়ে গেছেন, আমি সেই চেতনায় বাঁচতে চাই। আমার দেশের মুক্তিযোদ্ধারা বৈষম্য নিয়ে যুদ্ধ করার পরেও কেন এখন তাঁদের নামে বৈষম্য করা হচ্ছে? আমি চাই এই বৈষম্য দূর হোক, সবাই সমান অধিকার পাক। আমি আবারও আন্দোলনে নামব। শুধুমাত্র রাবারের গুলি দিয়ে আমাকে থামিয়ে রাখা যাবে না। আমি আবারও রাজপথে নামব। দরকার হলে আবারও রক্ত দিব। সবাই আমাদের সমর্থন দেবেন এবং এটাকে গণ অভ্যুত্থানে রূপ দেন।’

বক্তারা বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যক্তিগত দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই পরিকল্পিতভাবে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তাঁরা বলেন, কায়কোবাদ একজন পরীক্ষিত, জনপ্রিয় ও জনবান্ধব নেতা। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি
১ ঘণ্টা আগে
বায়েজিদ শিল্প এলাকায় চা বোর্ডের মালিকানাধীন ৬৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমিটি দখলে রাখা হয়। এই পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
কুতুবদিয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা এরশাদুল হাবীব রুবেল হত্যা মামলার চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্ব পালনের উদ্দেশে কর্মস্থলে যাওয়ার পথে সাথী আক্তার (৩০) নামের এক নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
১ ঘণ্টা আগে