রংপুর প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে বিজয়োল্লাস ছড়িয়ে পড়েছে রংপুরে। আজ সোমবার বিকেল ৩টা থেকে আনন্দ উল্লাস গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকআপ ও ইজিবাইকে করে নগরীতে মিছিল নিয়ে প্রবেশ করে ছাত্রজনতা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ সেনাপ্রধানের ব্রিফিংয়ের আগেই নগরীর রাস্তায় মিছিল বের করে রংপুরের সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে পরিণত হয় মিছিলের নগরীতে। সেখানে জড়ো হওয়া মানুষ ‘জিতল রে জিতল’, ‘ছাত্র সমাজ জিতল’,–সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় জাতীয় পতাকা উড়িয়ে বৃষ্টিতে ভিজে নাচতে দেখা যায় তাঁদের।
বিকেলে বিজয় মিছিল নিয়ে বের হন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তাঁকে পেয়ে উল্লাসের মাত্রা আরও বেড়ে যায়। ছাত্র-জনতার উদ্দেশ্যে স্যালুট জানান তিনি। বিকেল ৫টায় আনন্দ মিছিল নিয়ে জড়ো হওয়া ছত্র-জনতা পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে জড়ো হওয়ার জন্য ছোটেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাক ও বিভিন্ন পরিবহনে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছে হাজার হাজার মানুষ। এ সময় তাঁদের মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে আনন্দ উল্লাস চলছে।
এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, ‘এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে বিজয়োল্লাস ছড়িয়ে পড়েছে রংপুরে। আজ সোমবার বিকেল ৩টা থেকে আনন্দ উল্লাস গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকআপ ও ইজিবাইকে করে নগরীতে মিছিল নিয়ে প্রবেশ করে ছাত্রজনতা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ সেনাপ্রধানের ব্রিফিংয়ের আগেই নগরীর রাস্তায় মিছিল বের করে রংপুরের সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে পরিণত হয় মিছিলের নগরীতে। সেখানে জড়ো হওয়া মানুষ ‘জিতল রে জিতল’, ‘ছাত্র সমাজ জিতল’,–সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় জাতীয় পতাকা উড়িয়ে বৃষ্টিতে ভিজে নাচতে দেখা যায় তাঁদের।
বিকেলে বিজয় মিছিল নিয়ে বের হন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তাঁকে পেয়ে উল্লাসের মাত্রা আরও বেড়ে যায়। ছাত্র-জনতার উদ্দেশ্যে স্যালুট জানান তিনি। বিকেল ৫টায় আনন্দ মিছিল নিয়ে জড়ো হওয়া ছত্র-জনতা পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে জড়ো হওয়ার জন্য ছোটেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাক ও বিভিন্ন পরিবহনে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছে হাজার হাজার মানুষ। এ সময় তাঁদের মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে আনন্দ উল্লাস চলছে।
এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, ‘এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে