রংপুরের কাউনিয়ায় দুই স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায়ে আরও ১ মাসের দণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম স্বপ্না রানী ওরফে লাইজু বেগম। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার বকশি পাড়ার শওকত আলীর মেয়ে। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিমুর রহমান লাইজু গণমাধ্যমকে জানান, ২০১০ সালের ৫ আগস্ট কাউনিয়া উপজেলার ধর্মেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির দুই শিক্ষার্থী শাহিমা আক্তার (৭) ও জিনাত জাহানকে (৭) স্কুলে যাওয়ার পথে অপহরণ করেন স্বপ্না। একই দিনে অপহরণ হওয়া দুই শিশুসহ স্বপ্না রানীকে আটক করে স্থানীয় জনতা। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়। শিশু শাহিমা ও জিনাত জাহান সম্পর্কে চাচাতো বোন।
এই ঘটনায় শাহিমার বাবা ও জিনাত জাহানের চাচা মো. ফেরদৌস আলী বাদী হয়ে স্বপ্না রাণীকে একমাত্র আসামি করে কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। পরে আসামি জামিনে মুক্ত হন। এরপর থেকে তিনি আদালতে হাজিরা দেননি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, এ ঘটনায় কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১০ সালের ৮ ডিসেম্বর ১৫ জনকে সাক্ষী করে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আসামি স্বপ্না রানী পলাতক থাকায় তাঁর অনুপস্থিতেই মামলার রায় ঘোষণা করেন আদালত।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৬ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে