দিনাজপুর প্রতিনিধি

প্রায় তিন মাস পর পরীক্ষামূলক উত্তোলন শুরুর তিন দিনের মাথায় করোনার সংক্রমণে ফের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ। খনিতে কর্মরত চীনা ও বাংলাদেশি ৫২ জন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাপকভাবে সংক্রমণ ঠেকাতে খনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শনিবার সকাল থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে অধিকাংশই চীনা শ্রমিক, তবে দুজন দেশি শ্রমিকও রয়েছেন।
এর আগে ২৭ জুলাই সকাল থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। পরীক্ষামূলক উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ উত্তোলনের প্রস্তুতি নিতে কাজ করছিলেন শ্রমিকেরা। এর মধ্যেই করোনায় আবারও উৎপাদন বন্ধ করতে বাধ্য হলো খনি কর্তৃপক্ষ।
খনি সূত্রে জানা গেছে, ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনির নতুন কূপে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এর মধ্যে ২৬ জুলাই ১৪৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হলে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। ২৮ জুলাই ৩০৫ জন শ্রমিকের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চীনা শ্রমিক ২৯২ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ ও ১৩ জন বাংলাদেশি শ্রমিকের করোনা পরীক্ষা করা হলে দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শনিবার আরও ২৫৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হবে।
ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আরও বলেন, ‘যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা সংক্রমিতদের সঙ্গে ছিলেন, তাদের খনির বাইরে পাঠিয়ে দিয়ে যারা খনির বাইরে আছেন, তাদের করোনা পরীক্ষা করে নতুন করে খনিতে প্রবেশ করানো হবে। আর যেসব বাংলাদেশি শ্রমিক বিভিন্ন ওয়ার্কশপে ছোট গ্রুপে অবস্থান করছে কিন্তু কারও সংস্পর্শে যায়নি, এমন ১০০ জন শ্রমিক খনিতে যারা করোনা আক্রান্ত হননি এবং কোয়ারেন্টিনে আছে আরও ৯১ জন তাদের রেখে প্রাথমিক কাজগুলো চালু রাখা হবে। আমরা আশা করছি পরিস্থিতি সামাল দিয়ে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।’
উল্লেখ্য, ২৭ জুলাই সকাল সাড়ে ৯টায় খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ এপ্রিল ১৩১০ নম্বর ফেজ থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় প্রায় তিন মাস পর ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়া শুরু করা হয়।

প্রায় তিন মাস পর পরীক্ষামূলক উত্তোলন শুরুর তিন দিনের মাথায় করোনার সংক্রমণে ফের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ। খনিতে কর্মরত চীনা ও বাংলাদেশি ৫২ জন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাপকভাবে সংক্রমণ ঠেকাতে খনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শনিবার সকাল থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে অধিকাংশই চীনা শ্রমিক, তবে দুজন দেশি শ্রমিকও রয়েছেন।
এর আগে ২৭ জুলাই সকাল থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। পরীক্ষামূলক উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ উত্তোলনের প্রস্তুতি নিতে কাজ করছিলেন শ্রমিকেরা। এর মধ্যেই করোনায় আবারও উৎপাদন বন্ধ করতে বাধ্য হলো খনি কর্তৃপক্ষ।
খনি সূত্রে জানা গেছে, ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনির নতুন কূপে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এর মধ্যে ২৬ জুলাই ১৪৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হলে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। ২৮ জুলাই ৩০৫ জন শ্রমিকের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চীনা শ্রমিক ২৯২ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ ও ১৩ জন বাংলাদেশি শ্রমিকের করোনা পরীক্ষা করা হলে দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শনিবার আরও ২৫৩ জন চীনা শ্রমিকের নমুনা পরীক্ষা করা হবে।
ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম আরও বলেন, ‘যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা সংক্রমিতদের সঙ্গে ছিলেন, তাদের খনির বাইরে পাঠিয়ে দিয়ে যারা খনির বাইরে আছেন, তাদের করোনা পরীক্ষা করে নতুন করে খনিতে প্রবেশ করানো হবে। আর যেসব বাংলাদেশি শ্রমিক বিভিন্ন ওয়ার্কশপে ছোট গ্রুপে অবস্থান করছে কিন্তু কারও সংস্পর্শে যায়নি, এমন ১০০ জন শ্রমিক খনিতে যারা করোনা আক্রান্ত হননি এবং কোয়ারেন্টিনে আছে আরও ৯১ জন তাদের রেখে প্রাথমিক কাজগুলো চালু রাখা হবে। আমরা আশা করছি পরিস্থিতি সামাল দিয়ে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।’
উল্লেখ্য, ২৭ জুলাই সকাল সাড়ে ৯টায় খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ এপ্রিল ১৩১০ নম্বর ফেজ থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় প্রায় তিন মাস পর ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়া শুরু করা হয়।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩২ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৩৯ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে