Ajker Patrika

নীলফামারীতে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ, ৬ জন কারাগারে

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২৩: ০৮
নীলফামারীতে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ, ৬ জন কারাগারে

নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহবুব জজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ছয় ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোড়গ্রাম ইউনিয়নের বড়াইবাড়ি কীর্তনিয়াপাড়া গ্রামের আতাউর রহমান (৩৫), ডুংকিটারী গ্রামের রফিকুল ইসলাম (৪৯), একই গ্রামের গোলাম মোস্তফা (৪২), কীর্তনিয়াপাড়া গ্রামের আলী হোসেন (৪৫), ডাঙ্গাপাড়া গ্রামের জামিয়ার রহমান (৪২) এবং হাজীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৫)। 

গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান মাহবুব জজ জানান, দীর্ঘ দেড় মাস থেকে ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে অবস্থান করছিল পাশের খোকশাবাড়ি ইউনিয়নের ডুকরিহাজীপাড়া গ্রামের ২৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী। গতকাল মধ্যরাতে বাজারের একটি অটোরিকশার মেকারের দোকানের পেছনে নিয়ে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে ছয় যুবক। এরপর তাঁকে মারধর করে বাজার থেকে তাড়িয়ে দেওয়ার খবর আসে। এমন খবরে এলাকাবাসীর সহযোগিতায় ওই ছয় ব্যক্তিকে বাজার থেকে আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়া হয়। এরপর পুলিশে খবর দিলে তাঁদের গ্রেপ্তার এবং ওই নারীকে চওড়া ইউনিয়নের ভাঙ্গামাল্লী এলাকা থেকে উদ্ধার করা হয়। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ছয় ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করেছেন ইউপি চেয়ারম্যান মাহবুব জজ। সোমবার দুপুরে ওই মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলমান আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত