Ajker Patrika

হরিপুরে সড়কে শিক্ষকের নিথর দেহ, আহত সহযাত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
হরিপুরে সড়কে শিক্ষকের নিথর দেহ, আহত সহযাত্রী
নিহত শরীফ হাসান। ছবি: সংগৃহীত

`বাবা সকালে স্কুলে গেলেন, বললেন বিকেলে ফিরবেন। কিন্তু এখন তো সবাই বলছে, তিনি আর আসবেন না...’—কান্না জড়ানো কণ্ঠে বলছিল শরীফ হাসানের আট বছরের মেয়ে মাহিরা।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মালবাহী একটি মাহেন্দ্র গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সহকারী শিক্ষক শরীফ হাসান (৩৪)। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বেলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

একই মোটরসাইকেলে থাকা তাঁর সহযাত্রী মিষ্টার (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহত শরীফ হাসান ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বনগাঁও গ্রামে। তিনি ওয়াইজুল হকের ছেলে। আহত মিষ্টার একই উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বাসিন্দা, হক মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির বলেন, `আমি নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র দ্রুতগতিতে এসে ওদের ধাক্কা মারে। শরীফ ভাই গাড়ির নিচে পড়ে যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।’

স্থানীয় প্রবীণ জাকির হোসেন বলেন, “এই রাস্তা দিয়ে প্রায়ই অতিরিক্ত মালবোঝাই মাহেন্দ্র চলে। চালকদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।’

হরিপুর থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মহেন্দ্র গাড়িটি শনাক্ত করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত