ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে বাজে ফুলছড়ি বাজারের বিএনপি কার্যালয়ে এ হামলা হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীরা রাতেই ওই এলাকায় মশাল মিছিল করেন। ঘটনার তদন্তে আজ বুধবার সকালে থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিএনপিদলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চলীয় ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি বাজারে অবস্থিত বিএনপির ২ নম্বর ওয়ার্ড কার্যালয়ে গতকাল সন্ধ্যায় দলীয় নেতা–কর্মীরা ইফতার মাহফিল ও আলোচনা সভা করেন। পরে বিএনপির নেতা–কর্মীরা স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় করতে গেলে একদল যুবক সেখানে হামলা চালান। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাব ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। পরে দলীয় কার্যালয়ে আগুন জ্বলতে দেখে বিএনপির নেতা–কর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ বিএনপির নেতা–কর্মীরা রাতেই ওই এলাকায় মশাল মিছিল বের করে ঘটনার প্রতিবাদ জানান। দলীয় কার্যালয়ে হামলার পর থেকে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির নেতা–কর্মীরা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে।
ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘বুধবার সকালে আমি নিজেই সরেজমিনে ঘটনার তদন্ত করেছি। পুলিশ হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে বাজে ফুলছড়ি বাজারের বিএনপি কার্যালয়ে এ হামলা হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীরা রাতেই ওই এলাকায় মশাল মিছিল করেন। ঘটনার তদন্তে আজ বুধবার সকালে থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিএনপিদলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চলীয় ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি বাজারে অবস্থিত বিএনপির ২ নম্বর ওয়ার্ড কার্যালয়ে গতকাল সন্ধ্যায় দলীয় নেতা–কর্মীরা ইফতার মাহফিল ও আলোচনা সভা করেন। পরে বিএনপির নেতা–কর্মীরা স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় করতে গেলে একদল যুবক সেখানে হামলা চালান। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাব ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। পরে দলীয় কার্যালয়ে আগুন জ্বলতে দেখে বিএনপির নেতা–কর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ বিএনপির নেতা–কর্মীরা রাতেই ওই এলাকায় মশাল মিছিল বের করে ঘটনার প্রতিবাদ জানান। দলীয় কার্যালয়ে হামলার পর থেকে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির নেতা–কর্মীরা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে।
ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘বুধবার সকালে আমি নিজেই সরেজমিনে ঘটনার তদন্ত করেছি। পুলিশ হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোও যাতে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করে, তা নজরদারির মধ্যে রেখেছে শিল্প পুলিশ।
৪২ মিনিট আগেদায়িত্ব পালনের সময় সাভারে উল্টো পথে আসা বালুবোঝাই ট্রাকের চাপায় ফজলুর রহমান (৪৮) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে। নিহত ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনু ভূঁইয়ার ছেলে।
১ ঘণ্টা আগে২৭ রমজান লাইলাতুল কদর উপলক্ষে গাজীপুরে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। ব্যতিক্রমী এ উদ্যোগে প্রায় সাড়ে ৪ হাজার পরিবার এক দিনের জন্য গরুর গোশত রান্না করার সুযোগ পেয়েছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
১ ঘণ্টা আগেলালমনিরহাটে গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চটি লালমনিরহাট শহরের কলেজ রোডে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত। ম্যুরাল ঢেকে রাখার প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক
২ ঘণ্টা আগে