Ajker Patrika

বিয়ের ৬ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪৩
বিয়ের ৬ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বিয়ের ছয় মাস পর দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় মাহাফুজার আকতার কমলা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরের দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হজরতপুর কবিরাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাফুজার আকতার কমলা হজরতপুর কবিরাজপাড়া এলাকার ওবায়দুল হকের মেয়ে।  আলোকডিহি ইউনিয়নের দক্ষিণ আলোকডিহি গ্রামের রিয়াজের ছেলে মো. আবু সাঈদের (২৫) স্ত্রী।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহাফুজার আকতার কমলার ছয় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় সাঈদের সঙ্গে। পাঁচ দিন আগে মাহাফুজার বোন মাহাবুবা তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসেন। রাতের খাবার শেষে মাহাফুজা ও তার মা মহচনা বেগম শয়নক্ষে ঘুমিয়ে পড়েন। ভোররাত সাড়ে ৫টার দিকে মহচনা বেগম পাশের ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আলুর বস্তার ওপর বসে থাকতে দেখে চিৎকার করেন। এ সময় এলাকার লোকজন ঘরে ঢুকে মাহাফুজার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এটি হত্যা নাকি আত্মহত্যা—এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত