আনোয়ার হোসেন রায়হান, পঞ্চগড়

পঞ্চগড়ের মির্জাপুর শাহি মসজিদটি মোগল আমলে তৈরি হয়েছিল। যদি কেউ এখানে আসেন, তাহলে ঐতিহ্যবাহী মসজিদটি না দেখে ফিরে গেলে তাঁর পঞ্চগড় ভ্রমণটাই ব্যর্থ হয়ে যাবে। দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী এই জেলায় অবস্থিত প্রাচীন মসজিদটি দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে ভিড় জমাচ্ছে পর্যটকেরা।
মসজিদটি কবে নির্মিত হয়েছে, তা কেউ জানে না। জন্ম ইতিহাসের সবটাই অনুমান। বেশ কিছু অনুমানের ওপর বলা যায়, মসজিদটি ষোড়শ শতকের শেষের দিকে নির্মিত। আবার কেউ কেউ মনে করেন মসজিদটির জন্মসাল ১৬৭৯ খ্রিষ্টাব্দ। কেন তা মনে করেন, তার কারণ হিসেবে বলেন, মির্জাপুর শাহি মসজিদটির সঙ্গে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদটির শৈলীর সাদৃশ্য আছে। এ থেকে ধারণা করা হয়, এ দুটি মসজিদ সমসাময়িক কালে নির্মিত। তবে মসজিদের দেয়াল থেকে উদ্ধার হয়েছে কিছু শিলালিপি, যা থেকে অনুমান করা হয়, ১৬৫৬ সালের দিকে নির্মাণ করা হয়েছে মসজিদটি। ভারতের সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার শাসনামলে শাহি মসজিদের নির্মাণকাজ করা হয়েছে বলেও মনে করা হয়। মির্জাপুর গ্রামের প্রতিষ্ঠাতা মালিক উদ্দিন শাহি মসজিদ নির্মাণের কাজটি করলেও দোস্ত মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদের নির্মাণকাজ সমাপ্ত করেন বলে জনশ্রুতি আছে।
তিন গম্বুজবিশিষ্ট মির্জাপুর শাহি মসজিদের দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ২৫ ফুট। মসজিদের মধ্যবর্তী দরজার উপরিভাগে নির্মাণ সম্পর্কে ফারসি ভাষায় লিখিত একটি ফলক রয়েছে। সেই ফলকের ভাষা ও লিপি থেকে ধারণা করা হয়, মোগল সম্রাট শাহ আলমের রাজত্বকালে এই মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়। এ ছাড়া মোগল স্থাপত্যরীতির বৈশিষ্ট্যে ভরপুর সুসজ্জিত মির্জাপুর শাহি মসজিদের গম্বুজের শীর্ষবিন্দু ক্রমহ্রাসমান বেল্ট দ্বারা যুক্ত।
মসজিদের দেয়ালে টেরাকোটা ফুল ও লতাপাতার বিভিন্ন খোদাই করা নকশা আছে, যা সহজেই আকৃষ্ট করে পর্যটকদের। দেয়ালে যে সারি সারি নকশা আছে, সেগুলোর একটির সঙ্গে অন্যটির মিল পাওয়া যায় না। রয়েছে চার কোণে চারটি মিনার। সামনের দেয়ালের দরজার দুই পাশে গম্বুজের সঙ্গে মিল রেখে দুটি মিনার দৃশ্যমান। মসজিদের দেয়ালে ব্যবহার করা ইটগুলো চিকন, রক্তবর্ণ ও অলংকৃত এবং দেয়ালের চারপাশ ইসলামি ডোরাকাটা ফুল ও লতাপাতার নকশায় পরিপূর্ণ। মসজিদের মধ্যবর্তী দরজায় ফারসিলিপিখচিত মুদ্রার কালো ফলক, ফলকের লিপি ও ভাষা থেকে অনুমান করা যায়, মসজিদটি মোগল সম্রাট শাহ আলমের শাসনামলে নির্মিত হয়েছে।
অনেক দিন আগে প্রবল এক ভূমিকম্পে মসজিদটির বেশ কিছু অংশ ভেঙে যায়। তখন মির্জাপুর গ্রামের বাসিন্দা মালিক উদ্দিন মসজিদের পুনঃসংস্কারের জন্য সুদূর ইরান থেকে কারিগর নিয়ে আসেন। এরপর থেকে আর কোনো প্রকার সংস্কারের কাজ হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, আটোয়ারীর মির্জাপুর শাহি মসজিদ একটি প্রাচীন নিদর্শন। পঞ্চগড় জেলার যেসব দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে এটি একটি। মসজিদের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
মসজিদটির কাছে এলে ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। তার আকর্ষণেই আসে পর্যটক।

পঞ্চগড়ের মির্জাপুর শাহি মসজিদটি মোগল আমলে তৈরি হয়েছিল। যদি কেউ এখানে আসেন, তাহলে ঐতিহ্যবাহী মসজিদটি না দেখে ফিরে গেলে তাঁর পঞ্চগড় ভ্রমণটাই ব্যর্থ হয়ে যাবে। দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী এই জেলায় অবস্থিত প্রাচীন মসজিদটি দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে ভিড় জমাচ্ছে পর্যটকেরা।
মসজিদটি কবে নির্মিত হয়েছে, তা কেউ জানে না। জন্ম ইতিহাসের সবটাই অনুমান। বেশ কিছু অনুমানের ওপর বলা যায়, মসজিদটি ষোড়শ শতকের শেষের দিকে নির্মিত। আবার কেউ কেউ মনে করেন মসজিদটির জন্মসাল ১৬৭৯ খ্রিষ্টাব্দ। কেন তা মনে করেন, তার কারণ হিসেবে বলেন, মির্জাপুর শাহি মসজিদটির সঙ্গে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদটির শৈলীর সাদৃশ্য আছে। এ থেকে ধারণা করা হয়, এ দুটি মসজিদ সমসাময়িক কালে নির্মিত। তবে মসজিদের দেয়াল থেকে উদ্ধার হয়েছে কিছু শিলালিপি, যা থেকে অনুমান করা হয়, ১৬৫৬ সালের দিকে নির্মাণ করা হয়েছে মসজিদটি। ভারতের সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার শাসনামলে শাহি মসজিদের নির্মাণকাজ করা হয়েছে বলেও মনে করা হয়। মির্জাপুর গ্রামের প্রতিষ্ঠাতা মালিক উদ্দিন শাহি মসজিদ নির্মাণের কাজটি করলেও দোস্ত মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদের নির্মাণকাজ সমাপ্ত করেন বলে জনশ্রুতি আছে।
তিন গম্বুজবিশিষ্ট মির্জাপুর শাহি মসজিদের দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ২৫ ফুট। মসজিদের মধ্যবর্তী দরজার উপরিভাগে নির্মাণ সম্পর্কে ফারসি ভাষায় লিখিত একটি ফলক রয়েছে। সেই ফলকের ভাষা ও লিপি থেকে ধারণা করা হয়, মোগল সম্রাট শাহ আলমের রাজত্বকালে এই মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়। এ ছাড়া মোগল স্থাপত্যরীতির বৈশিষ্ট্যে ভরপুর সুসজ্জিত মির্জাপুর শাহি মসজিদের গম্বুজের শীর্ষবিন্দু ক্রমহ্রাসমান বেল্ট দ্বারা যুক্ত।
মসজিদের দেয়ালে টেরাকোটা ফুল ও লতাপাতার বিভিন্ন খোদাই করা নকশা আছে, যা সহজেই আকৃষ্ট করে পর্যটকদের। দেয়ালে যে সারি সারি নকশা আছে, সেগুলোর একটির সঙ্গে অন্যটির মিল পাওয়া যায় না। রয়েছে চার কোণে চারটি মিনার। সামনের দেয়ালের দরজার দুই পাশে গম্বুজের সঙ্গে মিল রেখে দুটি মিনার দৃশ্যমান। মসজিদের দেয়ালে ব্যবহার করা ইটগুলো চিকন, রক্তবর্ণ ও অলংকৃত এবং দেয়ালের চারপাশ ইসলামি ডোরাকাটা ফুল ও লতাপাতার নকশায় পরিপূর্ণ। মসজিদের মধ্যবর্তী দরজায় ফারসিলিপিখচিত মুদ্রার কালো ফলক, ফলকের লিপি ও ভাষা থেকে অনুমান করা যায়, মসজিদটি মোগল সম্রাট শাহ আলমের শাসনামলে নির্মিত হয়েছে।
অনেক দিন আগে প্রবল এক ভূমিকম্পে মসজিদটির বেশ কিছু অংশ ভেঙে যায়। তখন মির্জাপুর গ্রামের বাসিন্দা মালিক উদ্দিন মসজিদের পুনঃসংস্কারের জন্য সুদূর ইরান থেকে কারিগর নিয়ে আসেন। এরপর থেকে আর কোনো প্রকার সংস্কারের কাজ হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, আটোয়ারীর মির্জাপুর শাহি মসজিদ একটি প্রাচীন নিদর্শন। পঞ্চগড় জেলার যেসব দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে এটি একটি। মসজিদের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
মসজিদটির কাছে এলে ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। তার আকর্ষণেই আসে পর্যটক।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে