খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় দুই দিনের ব্যবধানে কুকুরের কামড়ে শিশুসহ ৩৪ জন আহত হয়েছে। এ সময়ে অন্তত ১০টি গরু-ছাগলও আহত হয়েছে। উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট আজগার মেম্বারপাড়া ও ছাগলহাটি এলাকায় এই ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনি থেকে রোববার রাত ১১টা পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত মোট ৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছে। সবাই পাকেরহাট আজগার মেম্বারপাড়া, ছাগল হাটি রোডসহ বাজারের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার দুপুরে পাকেরহাট আজগার মেম্বারপাড়া এলাকায় দুটি কুকুর এক শিশুকে কামড় দেয়। এরপর কয়েকটি গরু-ছাগলকে কামড়ে আহত করে। একের পর এক কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা আক্রান্ত হওয়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।
স্থানীয় মুকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছয় বছর বয়সী নাতি কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। এলাকার সবাই আতঙ্কিত। কুকুরের আক্রমণ প্রতিরোধে সংশ্লিষ্টদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, এক দিনে কুকুরের কামড়ের শিকার হয়ে এত মানুষ চিকিৎসা নিতে আগে কখনো আসেনি। হাসপাতালে আসা আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি ইতিমধ্যেই জেনেছি। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।’
দিনাজপুরের খানসামায় দুই দিনের ব্যবধানে কুকুরের কামড়ে শিশুসহ ৩৪ জন আহত হয়েছে। এ সময়ে অন্তত ১০টি গরু-ছাগলও আহত হয়েছে। উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট আজগার মেম্বারপাড়া ও ছাগলহাটি এলাকায় এই ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনি থেকে রোববার রাত ১১টা পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত মোট ৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছে। সবাই পাকেরহাট আজগার মেম্বারপাড়া, ছাগল হাটি রোডসহ বাজারের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার দুপুরে পাকেরহাট আজগার মেম্বারপাড়া এলাকায় দুটি কুকুর এক শিশুকে কামড় দেয়। এরপর কয়েকটি গরু-ছাগলকে কামড়ে আহত করে। একের পর এক কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা আক্রান্ত হওয়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।
স্থানীয় মুকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছয় বছর বয়সী নাতি কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। এলাকার সবাই আতঙ্কিত। কুকুরের আক্রমণ প্রতিরোধে সংশ্লিষ্টদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, এক দিনে কুকুরের কামড়ের শিকার হয়ে এত মানুষ চিকিৎসা নিতে আগে কখনো আসেনি। হাসপাতালে আসা আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি ইতিমধ্যেই জেনেছি। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।’
ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ফলে বিভিন্ন বিপণিবিতানে জুতার দোকানেগুলোয় ভিড় বাড়ছে। চৈত্র মাসে ঈদ হওয়ায় বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মিলিয়ে আরামদায়ক জুতা বা স্যান্ডেল খুঁজছেন। অনেকে আবার বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে পরার উপযোগী ফরমাল শু-ও কিনে রাখছেন।
২৬ মিনিট আগেমুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের ১৩ কিলোমিটার সড়কে কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন দাবিতে এসব এলাকার কারখানাগুলোর শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন
১ ঘণ্টা আগেজাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু লক্ষ্মীপুরের কমলনগরে তা মানা হচ্ছে না। স্থানীয় জেলেরা প্রকাশ্যে নদীতে মাছ শিকার করছেন। অভিযোগ রয়েছে, এর পেছনে স্থানীয় বিএনপি নেতাদের মদদ আছে।
১ ঘণ্টা আগেনৌপথে জ্বালানি তেল পরিবহনে শ্যালো ড্রাফট, বে-ক্রসিং ও মিনি ট্যাংকার জাহাজ ব্যবহার করা যাবে সাড়ে তিন মাস। সাগর উত্তাল থাকার কারণে এ সাড়ে তিন মাসের বেশি উল্লিখিত নৌযান চলাচল করতে নিষেধ আছে। তবে এই নিষেধের কোনো তোয়াক্কা করছে না সরকারি তিনটি তেল কোম্পানি।
২ ঘণ্টা আগে