Ajker Patrika

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে হোটেলের কাজ শেষে শ্বশুর বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত ইসলাম ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়া চংগাখাদা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে। তিনি নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিহত ইসলাম উত্তর গড়েয়ায় হোটেলের কাজ সেরে আবাসস্থল বাবুরহাটে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝলঝলি এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইসলাম। ট্রাক্টরের চালক শাহীন পালিয়ে যান। 

এসআই জয়নাল আবেদীন জানান, ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাক্টর এবং মোটরসাইকেল জব্দ করে স্থানীয় আজাহার মাস্টারের জিম্মায় রাখা হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত