ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বড়দিনের উৎসবে একই পরিবারের চারজনসহ মোট ১১ জন সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকালে তাঁরা খ্রিষ্টধর্ম গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু।
খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা হলেন—উপজেলার পারইল কোদবীর মিশনপাড়া এলাকার মৃত ইলিয়াস হেম্ব্রমের স্ত্রী মালতি আনারেখা কিস্কু (৩২) ও তাঁর ছেলে শুভ হেম্ব্রম (৯), স্যামুয়েল হেম্ব্রম (৬) ও সুব্রত হেম্ব্রম (৩) ; একই গ্রামের মৃত পাটোয়ারী মার্ডীর ছেলে অনিল মার্ডী (৫০), ইলিসন মার্ডীর দেড় বছরের মেয়ে ঈশিতা, উইনাল মার্ডীর স্ত্রী সঙ্গীতা হাঁসদা (১৯) ও তাঁর ছেলে উইলসন মার্ডী (১৪), বিশ্বনাথ টুডুর ছেলে রোহাল টুডু (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। ওই আচজন ছাড়া ঢাকার আরও তিনজন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
জানা যায়, গতকাল সকালে ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু ওই ১১ জনকে সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্মে দীক্ষিত করে ধর্মান্তরিত করেন।
এ বিষয়ে মালতি আনারেখা কিস্কু, অনিল মার্ডী ও সঙ্গীতা হাঁসদা বলেন, ‘সনাতন রীতিনীতিতে বিয়ে হওয়ার কারণে আমাদের বিয়ের কোনো কাগজপত্র নেই। এতে মিশন স্কুলগুলোতে ছেলেমেয়েদের ভর্তি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ ছাড়া গ্রামের কেউ সনাতন আবার কেউ খ্রিষ্টান ধর্ম পালন করছেন। এ কারণে ছেলেমেয়েদের বিয়ে নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়। এসব বিড়ম্বনা থেকে মুক্ত হতেই সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছি।’
ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, ‘খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা স্বেচ্ছায় শুভ বড়দিনে চার্চে এসে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে তাঁদের খ্রিষ্টধর্ম গ্রহণের জন্য ধর্মীয় দীক্ষা দান করেছি।’
ওই আটজনের খ্রিষ্টধর্ম গ্রহণের সময় চার্চে স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে বড়দিনের উৎসবে একই পরিবারের চারজনসহ মোট ১১ জন সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকালে তাঁরা খ্রিষ্টধর্ম গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু।
খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা হলেন—উপজেলার পারইল কোদবীর মিশনপাড়া এলাকার মৃত ইলিয়াস হেম্ব্রমের স্ত্রী মালতি আনারেখা কিস্কু (৩২) ও তাঁর ছেলে শুভ হেম্ব্রম (৯), স্যামুয়েল হেম্ব্রম (৬) ও সুব্রত হেম্ব্রম (৩) ; একই গ্রামের মৃত পাটোয়ারী মার্ডীর ছেলে অনিল মার্ডী (৫০), ইলিসন মার্ডীর দেড় বছরের মেয়ে ঈশিতা, উইনাল মার্ডীর স্ত্রী সঙ্গীতা হাঁসদা (১৯) ও তাঁর ছেলে উইলসন মার্ডী (১৪), বিশ্বনাথ টুডুর ছেলে রোহাল টুডু (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। ওই আচজন ছাড়া ঢাকার আরও তিনজন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
জানা যায়, গতকাল সকালে ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু ওই ১১ জনকে সনাতন ধর্ম থেকে খ্রিষ্টধর্মে দীক্ষিত করে ধর্মান্তরিত করেন।
এ বিষয়ে মালতি আনারেখা কিস্কু, অনিল মার্ডী ও সঙ্গীতা হাঁসদা বলেন, ‘সনাতন রীতিনীতিতে বিয়ে হওয়ার কারণে আমাদের বিয়ের কোনো কাগজপত্র নেই। এতে মিশন স্কুলগুলোতে ছেলেমেয়েদের ভর্তি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ ছাড়া গ্রামের কেউ সনাতন আবার কেউ খ্রিষ্টান ধর্ম পালন করছেন। এ কারণে ছেলেমেয়েদের বিয়ে নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়। এসব বিড়ম্বনা থেকে মুক্ত হতেই সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছি।’
ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, ‘খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা স্বেচ্ছায় শুভ বড়দিনে চার্চে এসে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে তাঁদের খ্রিষ্টধর্ম গ্রহণের জন্য ধর্মীয় দীক্ষা দান করেছি।’
ওই আটজনের খ্রিষ্টধর্ম গ্রহণের সময় চার্চে স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
১০ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৯ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে